মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ, স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান এবং সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবসরপ্রাপ্ত) বীর-উত্তম এ কে খন্দকার মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ শোকবার্তা জানান। ফখরুল ইসলাম আলমগীর বলেন, পৃথিবী থেকে তার চিরবিদায়ে আমি ব্যথিত ও মর্মাহত হয়েছি। দোয়া করি-মহান রাব্বুল আলামিন যেন তাকে বেহেস্ত নসীব এবং শোকসন্তপ্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।বিএনপি মহাসচিব শোকবার্তায় এ কে খন্দকার বীর উত্তমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। সেই সঙ্গে শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। এমএইছ/ধ্রুবকন্ঠ