Uncategorized
জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে নোবিপ্রবিতে বৃক্ষরোপণ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
এই কর্মসূচিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের লাইফটাইম মেম্বার এবং ঢাকা বিভাগের কো-অর্ডিনেটর ড. শফিকুল ইসলাম, চট্টগ্রাম বিভাগের কো-অর্ডিনেটর ড. জাহাঙ্গীর সরকার, এবং লাইফটাইম মেম্বার ড. আব্দুল কাইয়ুম মাসুদ উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
এই বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সুরক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখার পাশাপাশি শহীদ জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।