নোবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে প্রধান ফটকে সাটানো পোস্টার অপসারণ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রধান ফটকে বিভিন্ন সাটানো পোস্টার অপসারণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী নোবিপ্রবি ছাত্রদল।
মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জাহিদ হাসানের নির্দেশে সাব্বির হাসান এবং আমিনুল ইসলাম নেতৃত্ব দেন।
ছাত্রদল নেতা জাহিদ হাসান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইতিবাচক ইনক্লুসিভ রাজনীতি প্রবর্তনের পথে হাটছে। শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য ছাত্রসংগঠন হিসেবে পৌঁছাতে চাই আমরা। সংস্কার এবং জবাবদিহিতার রাজনীতি বাস্তবায়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। পোস্টার সাটানো নিয়ে শিক্ষার্থীদের সমালোচনাকে আমরা ইতিবাচক হিসেবে নিয়েছি এবং তাদের পরামর্শকে গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিভিন্ন সময়ে সাটানো সকল পোস্টার অপসারণ করে সৌন্দর্য বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করেছি।
একই সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে পোস্টার সাটানোর জন্য কিছু নির্দিষ্ট জায়গায় ব্যবস্থাপনা করে দেয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি।
আরও পড়ুন: নোবিপ্রবির ৭ শিক্ষার্থী ইউজিসি মেধাবৃত্তির সম্মাননায় ভূষিত
ছাত্রদল নেতা সাব্বির হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকটি একটি প্রতিষ্ঠানের প্রথম পরিচায়ক। দুঃখের বিষয় আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকটি বিভিন্ন পোস্টার ও বিজ্ঞাপন দিয়ে এমনভাবে ঢেকে ফেলা হয়েছে যে সেটি দেখতে বিজ্ঞাপন বোর্ডের মতো মনে হয়। ফটকের সৌন্দর্য রক্ষার্থে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল এই পোস্টারগুলো অপসারণের প্রয়োজনীয়তা অনুভব করে এবং সেই কাজ বাস্তবায়ন করেছে। এর মাধ্যমে আমরা সাধারণ শিক্ষার্থীদের কাছে এই বার্তা পৌঁছাতে চাই যে, নোবিপ্রবি ছাত্রদল ইতিবাচক ও শিক্ষার্থীবান্ধব রাজনীতি চর্চায় অঙ্গীকারবদ্ধ।