মুখ থুবড়ে পড়ে আছে নোবিপ্রবির ৪৪ লক্ষ টাকা ব্যয়ের ‘এনিমেল হাউজ’
মো: নূর উন নবী সিয়াম
নোবিপ্রবি প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) লাইফ সাইন্স বিভাগগুলোর জন্য নির্মিত ৪৪ লক্ষ টাকা ব্যয়ে তৈরি ‘এনিমেল হাউজ’ এখন কার্যত অকার্যকর অবস্থায় পড়ে রয়েছে। শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের জন্য নির্মিত এই স্থাপনাটি দীর্ঘদিন ধরেই অযত্নে এবং ব্যবহারের বাইরে রয়েছে, যা নিয়ে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে হতাশা এবং ক্ষোভ বিরাজ করছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এনিমেল হাউজটি নির্মাণের উদ্দেশ্য ছিল বিজ্ঞান, বিশেষ করে জীববিজ্ঞান ও প্রাণি গবেষণার সুযোগ বৃদ্ধি করা। দশ মাস আগে ভবনটির নির্মাণকাজ সম্পন্ন হলেও প্রশাসনিক জটিলতা এবং প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতির কারণে এটি এখনও কার্যক্রম শুরু করতে পারেনি।
শিক্ষার্থীদের অভিযোগ, এমন একটি স্থাপনার জন্য এত বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেও তা অকার্যকর থাকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পরিকল্পনা ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে।
এই বিষয়ে জানতে চাইলে এনিমেল হাউজের পরিচালক সহযোগী অধ্যাপক ড. মো: সহিদ সারওয়ার বলেন, আমি কিছু দিন আগে দায়িত্ব পেয়েছি আগামী এক সপ্তাহের মধ্যে এটির উদ্ভোদন করার চেষ্টা করবো।
কবে নাগাত কার্যক্রম শুরু হতে পারে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখানে শুধু বিল্ডিং হয়েছে ল্যাব সরঞ্জাম কিছুই কিনা হয়নি এই জন্য বাজেটও নেই তাছাড়া কোনো কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়াও হয়নি। আমি চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে যাতে এটার কার্যক্রম শুরু করতে পারি।