প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশী হামলার নিন্দা জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট
স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে আন্দোলন করে আসছে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিগত সময়ে ট্রাস্টি বোর্ডের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ , বার বার প্রতিশ্রুতি দিয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মান না করা, অবৈধ প্রক্রিয়ায় বোর্ড অব ট্রাস্টি গঠনসহ ভিসি,ট্রেজারার নিয়োগ না দেয়ার অভিযোগ আছে বিশ্ববিদ্যালয়টির বিরুদ্ধে। একটি বিশ্ববিদ্যালয় এমন পদ্ধতিতে চলতে পারে না। ফলে শিক্ষার্থীদের নানাবিধ প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছে এবং বিভিন্ন সময় তারা এর প্রতিবাদ জানিয়েছে।
গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থীরা বারবার প্রশাসনের নিকট সমস্যা সমাধানের দাবি জানালেও তা পূরণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ হয়েছে। উল্টো দাবি না মেনে শিক্ষার্থীদের গণতান্ত্রিক আন্দোলনকে ভণ্ডুল করার অপচেষ্টা করেছে। এ পরিস্থিতিতে ৭ জানুয়ারি ২০২৫ সচিবালয়ের সামনে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিল। পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ ও ফাঁকা গুলি ছোড়ে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা এই ঘটনায় এক প্রেস বিজ্ঞপ্তিতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। জুলাই গণ অভ্যুত্থানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঐতিহাসিক ভূমিকা রয়েছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আকাঙ্খা ছিল- অন্তত বিশ্ববিদ্যালয়গুলোতে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হবে,কিন্তু সে আকাঙ্খা ক্রমশ ক্ষীণ হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোর পূর্বের ধারাবাহিকতায় অগণতান্ত্রিক কাঠামো এখনো অব্যাহত আছে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায্য দাবির সাথে একাত্মতা প্রকাশ করছে এবং অনতিবিলম্বে শিক্ষার্থীদের ৯ দফা দাবি মেনে নিয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মান ও ট্রাস্টি বোর্ড ভেঙে দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে ট্রাস্টি বোর্ড গঠন করার দাবি জানিয়েছে। পাশাপাশি সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নিশ্চিত করা,অভিন্ন টিউশন ফি,স্থায়ী শিক্ষক নিয়োগ, গণতান্ত্রিক পরিবেশসহ সামগ্রিক আয়োজনের দাবি জানায়।