আন্তর্জাতিক বিশ্বতানের বিজয় দিবস-২০২৪ পালন
লাল-সবুজের এই পতাকা বিজয়ের প্রতীক। এই বিজয় তোমার, এই বিজয় আমার, এই বিজয় ইতিহাসের গৌরবগাঁথা। শ্রদ্ধা ভরে স্মরণ করছি সকল আত্নত্যাগী শহিদদের। মহান বিজয় দিবস উপলক্ষে সকল শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আন্তর্জাতিক বিশ্বতান সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্প স্তবক অর্পন করেন। এরপর চট্টগ্রাম আবৃত্তি সম্মিলন কতৃক আয়োজিত বিজয় অনুষ্ঠান “মুক্তিযুদ্ধের বিজয়গাথাঁ”। আন্তর্জাতিক বিশ্বতানের সদস্য শিল্পীরা এই বিজয় অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। আন্তর্জাতিক বিশ্বতানের বৃন্দ ও একক পরিবেশনা ছিল। বৃন্দ পরিবেশনা ছিল
“কথা -গান- কবিতায় হৃদয়ে বাংলাদেশ”। একক আবৃত্তি করেছেন আবৃত্তি শিল্পী স্বপ্না জিমি ও তপন দাশ। এছাড়া নগরীর অন্যান্য সংগঠন অংশ গ্রহণ করেছেন। বিজয় অনুষ্ঠানের মাধ্যমে আয়োজক,সংগঠক ও আবৃত্তি শিল্পী রাশেদ হাসান ও দেবাশীষ রুদ্র দেশবাসীকে চমকপ্রদ বার্তা দিয়ে বলেছেন মহান মুক্তিযুদ্ধের প্রাক্কাল থেকে বাংলাদেশের সকল সাংস্কৃতিক শিল্পী সার্বিক ভাবে সহযোগিতা করেছেন বাকযুদ্ধা হিসেবে। যুগের ধারাবাহিকতায় আজও ব্যাতিক্রম নয়। সকল সাংস্কৃতিক সংগঠক, শিল্পী ও সংগঠন দেশমাতৃকার সাংস্কৃতিক চর্চার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে অবগত করছে এবং সেই সাথে বাংলার সংস্কৃতিকে যুগ-যুগ ধরে লালন পালন করেই চলছে।আন্তর্জাতিক বিশ্বতানের পক্ষ থেকে মহান বিজয় দিবসের সকল শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং শ্রদ্ধা ভরে স্মরণ করছি নাম না জানা সকল শহীদদের প্রতি। অনুষ্ঠানটি চট্টগ্রাম মহানগরীর নন্দনকাননে,সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। শুভেচ্ছান্তে -আব্দুন নুর (উপদেষ্টা)
নরেন সাহা (সভাপতি ও প্রতিষ্ঠাতা) নিবেদিত আচার্য্য(সহ-সভাপতি)স্বপ্না জিমি ( সাংগঠনিক সম্পাদক)