চট্টগ্রাম মহানগরী জামায়াতের রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিগণের সম্মানে ইফতার মাহফিলে শাহজাহান চৌধুরী

যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিন
চট্টগ্রাম, ১৮ মার্চ ২০২৫
রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ, পেশাজীবী, শিক্ষাবিদ, কবি-সাহিত্যিক, ডাক্তার, সাংবাদিক, গবেষক, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন স্তরের অংশীজনদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতারের পূর্ব মুহূর্তে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, বিগত ১৬ বছর এদেশ নির্বাচনবিহীন সরকারের মাধ্যমে পরিচালিত হয়েছে। সেই সরকার মানুষের অধিকার ভূলন্ঠিত করেছিল। তারা অর্থনৈতিক, বিচার ও সামাজিক দিক থেকে বিশৃঙ্খলা তৈরি করেছিল। সেই সময় মানুষের কোনো স্বাধীনতা ছিল না।
তিনি বলেন, যারা শাসন করেছিল তারা এদেশের সম্পদ লুণ্ঠন করেছিল। এ দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু বানিয়ে দিয়েছে। বিগত স্বৈরাচারী শাসক দেশের বিভিন্ন ব্যাংক ডাকাতি করেছে। মিলিয়ন মিলিয়ন ডলার পাচার করেছে।
তিনি সংস্কারের ব্যাপারে বলেন, আমরা অর্ন্তবর্তীকালীন সরকারকে যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেয়ার আহ্বান জানাচ্ছি। যৌক্তিক সময় বলতে সংস্কারের জন্য যতটুকু সময় প্রয়োজন তার বেশি নয়।
এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু, দৈনিক কর্ণফুলীর সম্পাদক আলহাজ্ব আফছার উদ্দিন চৌধুরী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক প্রো-ভিসি ড. আবু বকর রফিক আহমদ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আল্লামা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আতহার উদ্দিন, ইফতেখার উদ্দিন চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ড. বেলাল নুর আজিজ, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি আলাউদ্দিন, সেক্রেটারি মো. আফসার উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মুসলেহ উদ্দিন, প্রচার সম্পাদক তরিকুল ইসলাম, মাওলানা শাব্বির আহমদ, প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহেদুল করিম কচি, বাসসের ব্যুরো প্রধান শাহনেওয়াজ, এটিএন বাংলার ব্যুরো প্রধান আবুল হাসনাত, সিইউজের যুগ্ম সম্পাদক ওমর ফারুক, যুগান্তরের ব্যুরো প্রধান শহিদুল্লাহ শাহরিয়ার, বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান মজুমদার নাজিম উদ্দিন প্রমুখ।
এ ইফতার মাহফিলে জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার, দক্ষিণ জেলা সেক্রেটারি বদরুল হক, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস ও মুহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি এস এম লুৎফুর রহমান, নগর কর্মপরিষদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, আবু বকর সিদ্দিক, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, অধ্যাপক মুহাম্মদ নুর, আমির হোছাইন, ফখরে জাহান সিরাজী সবুজ, হামেদ হাসান এলাহী, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, অধ্যাপক লিয়াকত আক্তার ছিদ্দিকী, নগর দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি মো. ইব্রাহিম রনি, চবি ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম প্রমুখ।
মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে ইফতার মাহফিল শুরু হয়।
ইফতারির পূর্ব মুহূর্তে নগর আমীরে শাহজাহান চৌধুরী মাহফিলে উপস্থিত সবাইকে নিয়ে দেশ ও জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে আল্লাহর নিকট দোয়া করেন। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন ইফতার মাহফিল সঞ্চালনা করেন।
ক্যাপশন: ইফতার মাহফিলে সভাপতির বক্তব্য রাখছেন নগর জামায়াতের আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী।