Uncategorized

এওজবালিয়া ইউনিয়ন যুব ও জনকল্যাণ সংস্থার বর্ষপূর্তি উৎসব ও বার্ষিক পুনর্মিলনী উদযাপন

নোয়াখালী সদর উপজেলার বৃহত্তম সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘এওজবালিয়া ইউনিয়ন যুব ও জনকল্যাণ সংস্থার ’ ৬ষ্ঠ বর্ষপূর্তি উৎসব ও বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ই জানুয়ারী) সকালে ইউনিয়নের ‘পশ্চিম এওজবালিয়া উচ্চ বিদ্যালয়’ মাঠে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি লুৎফুর রহমান সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি, নোয়াখালী জেলা শাখার সভাপতি মো. আবুল কাসেম, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মাষ্টার নজরুল ইসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগী মো.বাদশা আলম ও মোশাররফ হোসেন সহ আরো অনেকে।

বর্ষপূর্তি অনুষ্ঠানে কার্যকরি পরিষদের সাধারণ সম্পাদক আবদুল হকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিষদের সভাপতি আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক সিরাজুস সালেক নাজিম, প্রতিষ্ঠাতা সদস্য মোস্তফা কামাল ফরায়েজী, নির্বাহী সদস্য মাহবুবুর রহমান সোহাগ, নির্বাহী সদস্য মাহমুদুল হাসান রুবেল, প্রবাসী পরিষদের সদস্য আতিক খান, কার্যকরী পরিষদের সভাপতি আরিফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মাহমুদ ফয়সাল, সহ-সভাপতি এস আই মাহফুজ মিশু, সহ-সভাপতি আনোয়ার হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক তানজির মাহমুদ সহ সংস্থার কার্যকরি কমিটির সদস্য,নির্বাহী পরিষদের সদস্য বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ।

এসময় মানব কল্যাণে বিশেষ অবদান রাখায় ‘এওজবালিয়া ইউনিয়ন যুব ও জনকল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠাতা সভাপতি লুৎফুর রহমান সোহাগ-কে ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হয়েছে। এছাড়াও সংগঠনটির দুই জন সেরা সংগঠক হিসেবে সম্মাননা পেয়েছেন মো. আরিফ হোসেন নিলয় ও নির্বাহী পরিষদের সম্পাদক সিরাজুস সালেক নাজিম এবং পাঁচ জন সেরা সেচ্ছাসেবক হিসেবে সংবর্ধনা পেয়েছেন কার্যকরি কমিটির মো. আনোয়ার হোসেন, সাংবাদিক মাহমুদ ফয়সাল, এসআই মাহফুজ মিশু, তানজির মাহমুদ ও আবদুল হক।

অনুষ্ঠানে মানবসেবায় বিশেষ অবদান রাখায় এওজবালিয়া ইউনিয়নের ১২টি স্বেচ্ছাসেবী সংগঠন-কে ভালো কাজের স্বীকৃতিস্বরুপ সম্মাননা প্রদান করা হয়েছে।

মাহমুদ ফয়সাল

নিজস্ব প্রতিবেদক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button