Uncategorized

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি পেশ

নিঝুমদ্বীপ খ্যাত বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের প্রাণের জেলা নোয়াখালীকে ৯ম প্রশাসনিক বিভাগ ঘোষনা ও বাস্তবায়নের দাবিতে নোয়াখালী জেলা প্রশাসককে মাধ্যম করে প্রধান উপদেষ্টা, জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ও জনপ্রশাসন সংস্কার কমিশন-২০২৪এর চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিলেন বৃহত্তর নোয়াখালীর সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ নোয়াখালী চাই’ ও নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ।

বৃহস্পতিবার (২ জানুয়ারী) দুপুরে নোয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) খন্দকার ইশতিয়াক আহমেদ এর হাতে এই স্মারকলিপি তুলে দেন নিরাপদ নোয়াখালী চাই সংগঠন ও নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।

এসময় নোয়াখালী বিভাগ বাস্তবায়নে প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনুসের হস্তক্ষেপ চেয়ে নিরাপদ নোয়াখালী চাই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভাপতি সাংবাদিক সাইফুর রহমান রাসেল বলেন, ২০০বছরের ঐতিহ্যবাহী পুরনো জেলা আমাদের নোয়াখালী যা বাংলাদেশের জাতীয় অর্থনীতির শতকরা ৩৫ ভাগ নিয়ন্ত্রণ করে । এছাড়াও ৭ লক্ষাধিক প্রবাসী অধ্যুষ্যিত এই জেলার প্রবাসীদের রেমিট্যান্সে জাতীয় অর্থনীতির চাকা সচল রয়েছে। সবদিক বিবেচনায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ রুহুল আমিনসহ জ্ঞানীগুনীর জেলা নোয়াখালীই ৯ম প্রশাসনিক বিভাগের যোগ্য দাবিদার। তাই মাননীয় প্রধান উপদেষ্টা, জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ও জনপ্রশাসন সংস্কার কমিশন-২০২৪ এর চেয়ারম্যান এর কাছে ঢাকা থেকে মাত্র ৮০কি:মি দূরত্বের কুমিল্লায় নয় , ১৬০কিমি: দূরত্বের স্বয়ংসম্পূর্ণ জেলা নোয়াখালীকেই বিভাগ হিসেবে ঘোষনা ও বাস্তবায়ন চান বৃহত্তর নোয়াখালীর ১ কোটি মানুষ।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, জেলা জজকোটের বিশিষ্ট আইনজীবী এম, সামসুল ফারুক, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, বাংলাদেশ সমাচারের নোয়াখালী জেলা প্রতিনিধি রুমানা ইসলাম, নোয়াখালী জেলা ছাত্রদলের সদস্য মোহাম্মদ রাকিব, ড্রীম লাইট অব হেল্প সেন্টারের সদস্য রাকিব, পিয়াল, নুসরাত, আবিরসহ নোয়াখালীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

মাহমুদ ফয়সাল

নিজস্ব প্রতিবেদক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button