রাজনীতি

আদিবাসী শিক্ষার্থী-জনতার উপর পরিকল্পিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি


সাম্প্রতিক সময়ে রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে সংক্ষুব্ধ আদিবাসী শিক্ষার্থী-জনতার উপর ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বাংলাদেশ আওয়ামী লীগ। এই হামলার সঙ্গে জড়িতদের রাজনৈতিক পরিচয় জনসম্মুখে প্রকাশিত হয়েছে। আদিবাসী শিক্ষার্থী-জনতার অভিযোগ অনুযায়ী, ‘স্টুডেন্টস ফর সভারেইন্টি’ নামের একটি সংগঠন এই হামলা চালিয়েছে, যেটা শিবিরের নেতাকর্মী কর্তৃক পরিচালিত এবং জামাত-শিবিরের নেতাকর্মীরা সরকারের প্রত্যক্ষ মদদে এই হামলা চালায়। এটা সুস্পষ্টভাবে ফৌজদারি অপরাধ এবং হামলার ছবি ও ভিডিও ফুটেজ থাকলেও সরকার অপরাধীদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। রাষ্ট্রীয় ছত্রছায়ায় এই অবৈধ ও অসাংবিধানিক দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকার বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর গোষ্ঠীতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, এর দ্বারা তা সম্পূর্ণভাবে স্পষ্ট।

এই অবৈধ ও অসাংবিধানিক দখলদার সরকার ক্ষমতা কুক্ষিগত করার পর থেকে আওয়ামী লীগ ও কেন্দ্রীয় ১৪দলসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল রাজনৈতিক শক্তিকে নির্মূলে সচেষ্ট রয়েছে। ৫ আগস্টের পর থেকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ অন্যান্য জাতি-গোষ্ঠীর আক্রমণ চালিয়ে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, তা গণহত্যার শামিল। উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠী ও তাদের প্রতিভূদের তোষণের মাধ্যমে ‘মবসন্ত্রাস’-এর মতো অভিনব পন্থার উদ্ভব ঘটিয়ে মানুষকে আক্রমণ ও হত্যা করা হচ্ছে। সারা দেশে অভূতপূর্ব এক ভয়ের রাজত্ব কায়েম করা হয়েছে। একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রে দেশের জনগণ অবরুদ্ধ হয়ে আছে।জবরদস্তির মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল করা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী সাম্প্রদায়িক অপশক্তির একাত্ববাদ প্রতিষ্ঠার অপতৎপরতায় লিপ্ত রয়েছে অগণতান্ত্রিক এই সরকার। জাতি-ধর্ম-বর্ণ-লিঙ্গ নির্বিশেষে সকলে মহান মুক্তিযুদ্ধে অনস্বীকার্য ভূমিকা রেখেছে। তাই সবাইকে নিয়ে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে বৈচিত্র‍্যের ঐক্য প্রতিষ্ঠা আমাদের মহান মুক্তিযুদ্ধের অঙ্গীকার। সেই অঙ্গীকারকে ছুঁড়ে ফেলে ধর্ম ও জাতির ভিত্তিতে বিভিন্ন উপায়ে বিভাজন তৈরি করে ভিন্নমতাবলম্বীদের কোণঠাসা করে রাখার পাঁয়তারা করছে অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকার। বহুত্বের সমন্বয়বাদী সমাজ ও রাষ্ট্র চিন্তাকে পরিহার করে তারা একত্বের আধিপত্য প্রতিষ্ঠা করছে। তারই ধারাবাহিকতায় সরকারের প্রত্যক্ষ মদদে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ অন্যান্য জাতি, সম্প্রদায় ও গোষ্ঠীর উপর একের পর এক আক্রমণ চালানো হচ্ছে। আমরা অবৈধ দখলদার সরকারের এই অশুভ তৎপরতার বন্ধের কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করছি। তা না হলে, মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল দেশপ্রেমিক জনগণ ঐক্যবদ্ধ হয়ে এই অপপ্রয়াসের দাঁতভাঙা জবাব দেবে, ইনশাল্লাহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button