চট্টগ্রামসারাদেশস্বাস্থ্য

নোয়াখালীতে ৪ দফা দাবিতে ‘ডিপ্লোমা চিকিৎসকদের’ মানববন্ধন

DMF Andolon

ডিপ্লোমা চিকিৎসকদের সঙ্গে বিগত ৪৫ বছর ধরে বৈষম্যপূর্ণ আচরণের প্রতিবাদে এবং ডিপ্লোমা চিকিৎসকদের প্রতি বৈষম্যমূলক বিএমডিসির কালো আইন ২০১০ বাতিল, শূন্যপদে নিয়োগ ও উচ্চ শিক্ষার সুযোগসহ ৪ দফা দাবিতে নোয়াখালীতে মানববন্ধন করেছে ডিপ্লোমা চিকিৎসকরা।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে সর্বস্তরের পেশাজীবি উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, বেকার ডিপ্লোমা চিকিৎসক ও সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এরআগে শহরের শিল্পকলা একাডেমী সড়কে একই দাবিতে বিক্ষোভ করে মানববন্ধনকারীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন নোয়াখালীর যুগ্ম সাধারণ সম্পাদক ও উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. নুরুন নবী, যুগ্ম সাধারণ সম্পাদক ডা.রইছ উদ্দিন, বিডিএমপিপিএ’র সাধারণ সম্পাদক ডা. এম রহমান বাপ্পি প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ৪৫ বছর আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। ডিপ্লোমা চিকিৎসকদেরনামের আগে ডাক্তার ব্যবহারের ন্যায্য অধিকার সংরক্ষণ করা হলেও ২০১০ সালে ডিপ্লোমা চিকিৎসকদের প্রতি বৈষম্যমূলক বিএমডিসির কালো আইন করে ফ্যাসিস্ট সরকার। তাই বিএমডিসি অ্যাক্ট ২০১০ স্বৈরশাসকের কালো আইন বাতিল করে ডিএমএফ ডিগ্রীধারী ডিপ্লোমা চিকিৎসকদের অন্তভূক্ত করতে হবে। একই সঙ্গে অন্যান্য ডিপ্লোমা ডিগ্রীধারীদের ন্যায় উচ্চ শিক্ষারর ব্যবস্থা, অদৃশ্য শক্তির কারণে বন্ধ হয়ে যাওয়া শূন্যপদে নিয়োগ ও এক বছর ইন্টানীসহ কোর্চ কারিকুলাম আপডেট করতে হবে বলে জোর দাবি তোলেন তারা।

আলাউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button