চট্টগ্রাম

বিজয় দিবস-২০২৪ উপলক্ষে পূর্ব বাকলিয়ায় নৈশকালীন ফুটবল খেলার ফাইনাল পর্ব অনুষ্ঠিত

“সাড়ে ছয় কোটি তরুণদের দল এবি পার্টি, তরুণেরা সফল হলে বাংলাদেশ দাঁড়াবে”- ছিদ্দিকুর রহমান

এবি পার্টির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান বলেন, জুলাই, আগষ্টে তরুণ তরুণীরা নতুন ইতিহাস সৃষ্টি করেছে। তারা ঠিকমতো পারফর্ম করতে পারলে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। তরুণেরা যেই বাংলাদেশ প্রত্যাশা করে সেই বাংলাদেশ গড়ার কোন পরিকল্পনা, পলিসি বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলোর নেই উল্লেখ করে জনাব ছিদ্দিকুর রহমান বলেন, সাড়ে ছয় কোটি তরুণদের দল এবি পার্টি, তরুণেরা সফল হলে বাংলাদেশ দাঁড়াবে। এবি পার্টিই একমাত্র দল যারা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারন করে “পলিসি পলিটিক্স” প্র্যাকটিস করছে। যেভাবে খেলোয়াড় হিসেবে নিজের টীমকে জয়ী করার জন্য কাজ করতে হয়, যেভাবে পরিবারের সদস্য হিসেবে পরিবার দাঁড় করানোর জন্য পারফর্ম করতে হয়, তেমনি ভাবে দেশকে দাঁড় করানোর জন্য দেশের নাগরিক হিসেবে সজাগ দৃষ্টি রেখে কাজ করার জন্য তিনি তরুণদের আহ্বান জানান।পূর্ব বাকলিয়ায় হাটখোলায় বিজয় দিবস-২০২৪ উপলক্ষে এলাকার তরুণদের উদ্যোগে আয়োজিত নৈশকালীন ফুটবল খেলার ফাইনাল পর্বে উদ্বোধনীতে প্রতিযোগী টীমগুলোর খেলোয়াড়দের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড এবি পার্টির সংগঠক এস এম আবুল কাশেম এবং মুহাম্মদ আজগর। উপস্থিত ছিলেন, এবি পার্টির নেতা নূর আনোয়ার, সাইফুল ইসলাম, আবদুল কাদের প্রমুখ।

উক্ত ফাইনাল পর্বে “জান আলী বলি পাড়া একতা সংঘ,, দি কর্ণফুলী একতা সংঘ, বাকলিয়া যুব সংঘ, সোনার তরী ক্লাব” এই চারটি দল অংশগ্রহণ করেন। উত্তেজনাপূর্ণ খেলায় ‘দি কর্ণফুলী একতা সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ান হোন জান আলী বলি পাড়া একতা সংঘ’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button