চাটখিলে পালিত হলো আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস
মোঃ রাশেদ হাসান, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি।
আজ ১৮ই ডিসেম্বর সকাল ১১ টায় চাটখিল উপজেলার সভা কক্ষে চাটখিল উপজেলা প্রশাসন ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪।
সকাল ১১ টায় সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ও পরবর্তীতে র্যালির আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিজানুর রহমান, সাংবাদিক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কামরুল কানন সাহেব, আরো উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, শিক্ষার্থী, প্রবাসী ও প্রবাস ফেরত ব্যক্তিবর্গ।
উক্ত অনুষ্ঠানে বৈধ প্রক্রিয়ায় বিদেশ গমনের জন্য উৎসাহিত করা হয়। এবং অবৈধ ভাবে ও দালালের মাধ্যমে সরকারি রেজিষ্ট্রেশন ব্যতিত বিদেশ ভ্রমণের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। এবং ব্র্যাকের পক্ষ থেকে জনসচেতনতা বৃদ্ধির জন্য সামাজিক ভাবে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয় । উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্র্যাক মাইগ্রেশনের প্রোগ্রাম অর্গানাইজার মিসেস নাজমা আক্তার।