ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিল অসাধারণ : ড. মোশাররফ



খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিল অসাধারণ : ড. মোশাররফ
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা . খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘দেশের গণতন্ত্র মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়ার আপসহীন দৃঢ় অবস্থান তাকে জাতীয় এবং বিশ্ব রাজনীতিতে গভীর শ্রদ্ধা উচ্চাসনে বসিয়েছে। তার রাজনৈতিক প্রজ্ঞা দূরদর্শিতা ছিল অসাধারণ। তিনি জাতিকে স্বপ্ন দেখিয়েছেন, স্বপ্ন বাস্তবায়ন করেছেন। দেশ জনগণের স্বার্থরক্ষায় তিনি ছিলেন অতন্ত্র প্রহরী সর্বদা আপসহীন।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগর এম জলিল উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত মিলাদ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

. মোশাররফ বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি জনগণের সমর্থন নিয়ে তার স্বপ্ননতুন প্ল্যানেআগামী দিনে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবেন।

তিনি আরও বলেন, “আগামীর নতুন বাংলাদেশ গড়তে বেগম খালেদা জিয়ার দেশপ্রেম, ত্যাগ, ধৈর্য সততাকে আমাদের, বিশেষ করে এই প্রজন্মের নেতাকর্মীদের গভীরভাবে অনুধাবন করতে হবে, অনুসরণ করতে হবে। গণতন্ত্র জনগণের স্বার্থের বাইরে বেগম জিয়া কখনো আপস করেননি। তাকে ভিন্ন কিছু ভাবতেও দেখিনি। তার দেশপ্রেম দূরদর্শী ভাবনা ছিল সূদুরপ্রসারী। খুব কাছ থেকে তার এসব দেখে আশ্চর্য হয়েছি, মুগ্ধ বিমোহিত হয়েছি। তিনি ছিলেন একজন নির্লোভ, নির্মোহ, অসাধারণ ব্যক্তিত্বসম্পন্ন নেত্রী। বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নয়। তিনি দেশের আপামর জনগণের নেত্রী। তার আদর্শ দূরদৃষ্টিসম্পন্ন প্রজ্ঞা সবার জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

শহীদ জিয়া বেগম খালেদা জিয়ার চারিত্রিক বৈশিষ্ট্যে উজ্জীবিত হয়ে জাতীয়তাবাদী আদর্শের রাজনীতিকে আরো শক্তিশালী করতে বিএনপির এই বর্ষীয়ান নেতা দলীয় নেতাকর্মীসহ সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।

তিনি বলেন, ‘মহান আল্লাহ বেগম খালেদা জিয়ার রুহকে বেহেশতের মেহমান হিসেবে কবুল করুন, আমিন।

 

দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম. লতিফ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেনবিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য . খন্দকার মারুফ হোসেন, বিএনপির প্রবীণ নেতা কে এম শামসুল হক, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আবুল হাশেম, সাইফুল আলম ভুইয়া, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্যসচিব ভিপি জাহাঙ্গীর আলমসহ প্রমুখ।

 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : খালেদা জিয়া রাজনৈতিক ড. মোশাররফ

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬


খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিল অসাধারণ : ড. মোশাররফ

প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

featured Image

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা . খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘দেশের গণতন্ত্র মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়ার আপসহীন দৃঢ় অবস্থান তাকে জাতীয় এবং বিশ্ব রাজনীতিতে গভীর শ্রদ্ধা উচ্চাসনে বসিয়েছে। তার রাজনৈতিক প্রজ্ঞা দূরদর্শিতা ছিল অসাধারণ। তিনি জাতিকে স্বপ্ন দেখিয়েছেন, স্বপ্ন বাস্তবায়ন করেছেন। দেশ জনগণের স্বার্থরক্ষায় তিনি ছিলেন অতন্ত্র প্রহরী সর্বদা আপসহীন।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগর এম জলিল উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত মিলাদ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

. মোশাররফ বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি জনগণের সমর্থন নিয়ে তার স্বপ্ননতুন প্ল্যানেআগামী দিনে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবেন।

তিনি আরও বলেন, “আগামীর নতুন বাংলাদেশ গড়তে বেগম খালেদা জিয়ার দেশপ্রেম, ত্যাগ, ধৈর্য সততাকে আমাদের, বিশেষ করে এই প্রজন্মের নেতাকর্মীদের গভীরভাবে অনুধাবন করতে হবে, অনুসরণ করতে হবে। গণতন্ত্র জনগণের স্বার্থের বাইরে বেগম জিয়া কখনো আপস করেননি। তাকে ভিন্ন কিছু ভাবতেও দেখিনি। তার দেশপ্রেম দূরদর্শী ভাবনা ছিল সূদুরপ্রসারী। খুব কাছ থেকে তার এসব দেখে আশ্চর্য হয়েছি, মুগ্ধ বিমোহিত হয়েছি। তিনি ছিলেন একজন নির্লোভ, নির্মোহ, অসাধারণ ব্যক্তিত্বসম্পন্ন নেত্রী। বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নয়। তিনি দেশের আপামর জনগণের নেত্রী। তার আদর্শ দূরদৃষ্টিসম্পন্ন প্রজ্ঞা সবার জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

শহীদ জিয়া বেগম খালেদা জিয়ার চারিত্রিক বৈশিষ্ট্যে উজ্জীবিত হয়ে জাতীয়তাবাদী আদর্শের রাজনীতিকে আরো শক্তিশালী করতে বিএনপির এই বর্ষীয়ান নেতা দলীয় নেতাকর্মীসহ সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।

তিনি বলেন, ‘মহান আল্লাহ বেগম খালেদা জিয়ার রুহকে বেহেশতের মেহমান হিসেবে কবুল করুন, আমিন।

 

দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম. লতিফ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেনবিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য . খন্দকার মারুফ হোসেন, বিএনপির প্রবীণ নেতা কে এম শামসুল হক, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আবুল হাশেম, সাইফুল আলম ভুইয়া, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্যসচিব ভিপি জাহাঙ্গীর আলমসহ প্রমুখ।

 

এনএম/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত