ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

কুমিল্লায় এলডিপির অঙ্গসংগঠনের ২ জন নেতা বহিষ্কার



কুমিল্লায় এলডিপির অঙ্গসংগঠনের ২ জন নেতা বহিষ্কার
ছবি: সংগৃহীত

মাদক ও ড্রেজার ব্যবসায় জড়িত থাকার অভিযোগে কুমিল্লার চান্দিনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) অঙ্গসংগঠন গণতান্ত্রিক যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা গণতান্ত্রিক যুবদলের পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার ও মঙ্গলবার (২৪ ও ২৫ নভেম্বর) তাদের বহিষ্কার করেন সংগঠনের সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবর।

বহিষ্কৃতরা হলেন, এতবারপুর ইউনিয়ন গণতান্ত্রিক যুবদলের সভাপতি মো. রাসেল পারভেজ এবং উপজেলা গণতান্ত্রিক যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাতাঘাসী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন মোল্লা।

সূত্র জানা যায়, গত ২৩ নভেম্বর রাতে ইয়াবাসহ রাসেল পারভেজকে আটক করে চান্দিনা থানা পুলিশ।

পরদিনই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। অন্যদিকে নাছির উদ্দিন মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ ড্রেজিং ব্যবসা ও মারামারি–সংঘর্ষে যুক্ত থাকার অভিযোগে ২৫ নভেম্বর তাকেও বহিষ্কার করা হয়।

 

চান্দিনা উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবর বলেন, ‘আমাদের নেতা এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ সব নেতাকর্মীকে মাদক, ড্রেজিং ব্যবসা, মানুষকে হেনস্তাসহ সামাজিক বিশৃঙ্খলা ঘটে এমন কোনো কাজে যুক্ত না থাকার নির্দেশ দিয়েছেন। যারা এই নির্দেশনা অমান্য করবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কার করা হবে।

এরই ধারাবাহিকতায় আমরা ওই দুজনকে দল থেকে বহিষ্কার করেছি।’

 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : কুমিল্লা সারাদেশ যুবদল এলডিপি অঙ্গসংগঠন ২ জন নেতা বহিষ্কার

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫


কুমিল্লায় এলডিপির অঙ্গসংগঠনের ২ জন নেতা বহিষ্কার

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৫

featured Image

মাদক ও ড্রেজার ব্যবসায় জড়িত থাকার অভিযোগে কুমিল্লার চান্দিনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) অঙ্গসংগঠন গণতান্ত্রিক যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা গণতান্ত্রিক যুবদলের পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার ও মঙ্গলবার (২৪ ও ২৫ নভেম্বর) তাদের বহিষ্কার করেন সংগঠনের সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবর।

বহিষ্কৃতরা হলেন, এতবারপুর ইউনিয়ন গণতান্ত্রিক যুবদলের সভাপতি মো. রাসেল পারভেজ এবং উপজেলা গণতান্ত্রিক যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাতাঘাসী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন মোল্লা।

সূত্র জানা যায়, গত ২৩ নভেম্বর রাতে ইয়াবাসহ রাসেল পারভেজকে আটক করে চান্দিনা থানা পুলিশ।

পরদিনই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। অন্যদিকে নাছির উদ্দিন মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ ড্রেজিং ব্যবসা ও মারামারি–সংঘর্ষে যুক্ত থাকার অভিযোগে ২৫ নভেম্বর তাকেও বহিষ্কার করা হয়।

 

চান্দিনা উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবর বলেন, ‘আমাদের নেতা এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ সব নেতাকর্মীকে মাদক, ড্রেজিং ব্যবসা, মানুষকে হেনস্তাসহ সামাজিক বিশৃঙ্খলা ঘটে এমন কোনো কাজে যুক্ত না থাকার নির্দেশ দিয়েছেন। যারা এই নির্দেশনা অমান্য করবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কার করা হবে।

এরই ধারাবাহিকতায় আমরা ওই দুজনকে দল থেকে বহিষ্কার করেছি।’

 

এনএম/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত