ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

আগামীকাল বেলা আড়াইটায় হবে হাদির জানাযা নামাজ



আগামীকাল বেলা আড়াইটায় হবে হাদির জানাযা নামাজ
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরে শাহাদাতবরণকারী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির নামাজে জানাযা আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জানাযাকে কেন্দ্র করে সেখানে আসা সাধারণ মানুষের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কবার্তা দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার পেজ থেকে দেওয়া নির্দেশনায় বলা হয়েছে ‘জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু সাথে না আনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে জানাজার সময় সংসদ ভবন ও এর পার্শ্ববর্তী এলাকায় ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।‘

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছিলেন হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : ওসমান হাদি জানাযা নামাজ

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫


আগামীকাল বেলা আড়াইটায় হবে হাদির জানাযা নামাজ

প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫

featured Image

সিঙ্গাপুরে শাহাদাতবরণকারী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির নামাজে জানাযা আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জানাযাকে কেন্দ্র করে সেখানে আসা সাধারণ মানুষের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কবার্তা দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার পেজ থেকে দেওয়া নির্দেশনায় বলা হয়েছে ‘জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু সাথে না আনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে জানাজার সময় সংসদ ভবন ও এর পার্শ্ববর্তী এলাকায় ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।‘

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছিলেন হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

এনএম/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত