ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

আইএসের শীর্ষ নেতাকে হত্যার দাবি দামেস্কের



আইএসের শীর্ষ নেতাকে হত্যার দাবি দামেস্কের
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের সঙ্গে সমন্বয় করে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর এক শীর্ষ নেতাকে হত্যা করেছে বলে বৃহস্পতিবার দাবি করেছে সিরীয় কর্তৃপক্ষ। এর কয়েক ঘণ্টা আগে দামেস্কের কাছে আরেক নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বর্ণনা অনুযায়ী, আন্তর্জাতিক জোটের সঙ্গে সমন্বয়ে সিরিয়ার নিরাপত্তা গোয়েন্দা বাহিনী একটিসুনির্দিষ্ট নিরাপত্তা অভিযানপরিচালনা করে।

এক বিবৃতিতে বলা হয়, ‘অভিযানে সন্ত্রাসী মোহাম্মদ শাহাদা, যিনিআবু ওমর শাদ্দাদনামে পরিচিত এবং সিরিয়ায় আইএস-এর অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে বিবেচিত, তাকে নিষ্ক্রিয় করা হয়েছে।

এই অভিযান জাতীয় নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে আন্তর্জাতিক অংশীদারদের যৌথ সমন্বয়ের কার্যকারিতা প্রমাণ করে।’ 

এর কয়েক ঘণ্টা আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, বুধবার দামেস্কে আইএস নেতা তাহা আল-জুবিযিনি আবু ওমর তাবিয়া নামেও পরিচিততাকে তার কয়েকজন সহযোগীর সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে।

১৩ ডিসেম্বরের এক হামলায় দুই মার্কিন সেনা এক মার্কিন বেসামরিক নাগরিক নিহত হন। ওয়াশিংটন ওই হামলার জন্য সিরিয়ার পালমিরায় একাকী এক আইএস বন্দুকধারীকে দায়ী করে।

প্রতিশোধমূলকভাবে যুক্তরাষ্ট্র সিরিয়ায় আইএস-এর বহু স্থাপনায় হামলা চালায়।

ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী, এসব হামলায় জিহাদি গোষ্ঠীটির পাঁচ সদস্য নিহত হয়।

নভেম্বরে প্রেসিডেন্ট আহমেদ আল-শারার ওয়াশিংটন সফরের সময় সিরিয়া আনুষ্ঠানিকভাবে আইএস-বিরোধী মার্কিন নেতৃত্বাধীন জোটে যোগ দেয়।

শারা একজন ইসলামপন্থী শাসক এবং সাবেক জিহাদি যিনি নিজের গোষ্ঠী নিয়ে দেশটির গৃহযুদ্ধের চূড়ান্ত সময়ে আইএস-এর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন।

 

এমএইছ /  ধ্রুবকণ্ঠ

বিষয় : সিরিয়া আইএস হত্যা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬


আইএসের শীর্ষ নেতাকে হত্যার দাবি দামেস্কের

প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫

featured Image

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের সঙ্গে সমন্বয় করে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর এক শীর্ষ নেতাকে হত্যা করেছে বলে বৃহস্পতিবার দাবি করেছে সিরীয় কর্তৃপক্ষ। এর কয়েক ঘণ্টা আগে দামেস্কের কাছে আরেক নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বর্ণনা অনুযায়ী, আন্তর্জাতিক জোটের সঙ্গে সমন্বয়ে সিরিয়ার নিরাপত্তা গোয়েন্দা বাহিনী একটিসুনির্দিষ্ট নিরাপত্তা অভিযানপরিচালনা করে।

এক বিবৃতিতে বলা হয়, ‘অভিযানে সন্ত্রাসী মোহাম্মদ শাহাদা, যিনিআবু ওমর শাদ্দাদনামে পরিচিত এবং সিরিয়ায় আইএস-এর অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে বিবেচিত, তাকে নিষ্ক্রিয় করা হয়েছে।

এই অভিযান জাতীয় নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে আন্তর্জাতিক অংশীদারদের যৌথ সমন্বয়ের কার্যকারিতা প্রমাণ করে।’ 

এর কয়েক ঘণ্টা আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, বুধবার দামেস্কে আইএস নেতা তাহা আল-জুবিযিনি আবু ওমর তাবিয়া নামেও পরিচিততাকে তার কয়েকজন সহযোগীর সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে।

১৩ ডিসেম্বরের এক হামলায় দুই মার্কিন সেনা এক মার্কিন বেসামরিক নাগরিক নিহত হন। ওয়াশিংটন ওই হামলার জন্য সিরিয়ার পালমিরায় একাকী এক আইএস বন্দুকধারীকে দায়ী করে।

প্রতিশোধমূলকভাবে যুক্তরাষ্ট্র সিরিয়ায় আইএস-এর বহু স্থাপনায় হামলা চালায়।

ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী, এসব হামলায় জিহাদি গোষ্ঠীটির পাঁচ সদস্য নিহত হয়।

নভেম্বরে প্রেসিডেন্ট আহমেদ আল-শারার ওয়াশিংটন সফরের সময় সিরিয়া আনুষ্ঠানিকভাবে আইএস-বিরোধী মার্কিন নেতৃত্বাধীন জোটে যোগ দেয়।

শারা একজন ইসলামপন্থী শাসক এবং সাবেক জিহাদি যিনি নিজের গোষ্ঠী নিয়ে দেশটির গৃহযুদ্ধের চূড়ান্ত সময়ে আইএস-এর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন।

 

এমএইছ /  ধ্রুবকণ্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত