ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মেয়াদোত্তীর্ণ বিক্রির অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় মেয়াদোত্তীর্ণ আতর বিক্রি এবং দেশীয় কেমিক্যালে বিদেশি প্রতিষ্ঠানের স্টিকার ব্যবহার করার অভিযোগে রুবেল কেমিক্যাল অ্যান্ড সিরামিকস নামের একটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে গুরুতর অনিয়মের কারণে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালাও করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান এবং নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল-এর নেতৃত্বে রাজাবাজার এলাকায় এই যৌথ অভিযান পরিচালিত হয়।অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ আতর বিক্রির পাশাপাশি দেশীয় কেমিক্যাল মোড়কজাত করে বিদেশি কম্পানির স্টিকার ব্যবহার করছে। নকল স্টিকার ব্যবহার করে বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি, আমদানিকৃত পণ্যে বাংলা লেবেল না থাকা, উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ না থাকায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় এসব ব্যবস্থা নেওয়া হয়।অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রাহক শরিফুল ইসলাম, ক্যাব বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।  এমএইছ/ধ্রুবকন্ঠ

মেয়াদোত্তীর্ণ বিক্রির অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা