ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

গাছের সাথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধুর মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ সোমবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার হাউলী ইউনিয়নের কাদিপুর স্কুল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।মৃতরা হলেন- উপজেলার লোকনাথপুর পশ্চিমপাড়ার এনামুল হকের ছেলে সেলিম হোসেন (২২) ও একই এলাকার তারিক হোসেনের ছেলে তানজিল হোসেন (২৩)। দুজনের মধ্যে সেলিম ঘটনাস্থলে এবং তানজিলের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মৃত্যু হয়। দামুড়হুদা মডেল থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে সেলিম ও তানজিল একটি মোটরসাইকেলে লোকনাথপুর থেকে কাদিপুরের দিকে বেড়াতে যাচ্ছিলেন। তারা কাদিপুর স্কুল মোড়ে পৌঁছার পর মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সেলিমের মৃত্যু হয়। গুরুতর আহত তানজিলকে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।   এমএম/ধ্রুবকন্ঠ

গাছের সাথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা