ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

১৫ বছর আগে সংসদে বলেছিলাম তারেক রহমান আসবেন : পার্থ



১৫ বছর আগে সংসদে বলেছিলাম তারেক রহমান আসবেন : পার্থ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে নিজের ১৫ বছর আগের এক বক্তব্যের কথা স্মরণ করেছেন। ১৫ বছর আগে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, ‘তারেক রহমান আসবেন’।

গতকাল বৃহস্পতিবার দীর্ঘ ১৭ বছর পর সপরিবারে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরার পর আজ শুক্রবার স্মৃতিচারণা করে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দেন আন্দালিব রহমান পার্থ।

ফেসবুক পোস্টে পার্থ লিখেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর এখন বাংলাদেশে। আজ থেকে প্রায় ১৫ বছর আগে সংসদে দাঁড়িয়ে বলেছিলাম ‘তারেক রহমান আসবেন’ আর বাংলাদেশের জনগণই ঠিক করবেন তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ। সেই সময় দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর সামনে কথাটা বলা সহজ ছিল না।‘

তিনি বলেন, ‘আমি গণনা করে বলিনি, ভবিষ্যদ্বাণীও করিনি, কেবলমাত্র দৃঢ় বিশ্বাস থেকে বলেছিলাম। আমার বিশ্বাস ছিল যে তারেক রহমানের মতো জনগণের এক নেতার রাজনৈতিক ভবিষ্যৎ কোনো জজ সাহেবের কলমের খোঁচা দিয়ে নির্ধারিত হয় না, সেটা নির্ধারিত হয় আল্লাহর ইচ্ছায়, জনগণের মাধ্যমে সঠিক সময়ে।’

পোস্টে শেষে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির লাখ লাখ নেতাকর্মীকে অভিনন্দন জানান আন্দালিব রহমান পার্থ।

 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : বিএনপি পার্থ তারেক রহমান

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫


১৫ বছর আগে সংসদে বলেছিলাম তারেক রহমান আসবেন : পার্থ

প্রকাশের তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৫

featured Image

বাংলাদেশ জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে নিজের ১৫ বছর আগের এক বক্তব্যের কথা স্মরণ করেছেন। ১৫ বছর আগে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, ‘তারেক রহমান আসবেন’।

গতকাল বৃহস্পতিবার দীর্ঘ ১৭ বছর পর সপরিবারে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরার পর আজ শুক্রবার স্মৃতিচারণা করে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দেন আন্দালিব রহমান পার্থ।

ফেসবুক পোস্টে পার্থ লিখেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর এখন বাংলাদেশে। আজ থেকে প্রায় ১৫ বছর আগে সংসদে দাঁড়িয়ে বলেছিলাম ‘তারেক রহমান আসবেন’ আর বাংলাদেশের জনগণই ঠিক করবেন তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ। সেই সময় দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর সামনে কথাটা বলা সহজ ছিল না।‘

তিনি বলেন, ‘আমি গণনা করে বলিনি, ভবিষ্যদ্বাণীও করিনি, কেবলমাত্র দৃঢ় বিশ্বাস থেকে বলেছিলাম। আমার বিশ্বাস ছিল যে তারেক রহমানের মতো জনগণের এক নেতার রাজনৈতিক ভবিষ্যৎ কোনো জজ সাহেবের কলমের খোঁচা দিয়ে নির্ধারিত হয় না, সেটা নির্ধারিত হয় আল্লাহর ইচ্ছায়, জনগণের মাধ্যমে সঠিক সময়ে।’

পোস্টে শেষে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির লাখ লাখ নেতাকর্মীকে অভিনন্দন জানান আন্দালিব রহমান পার্থ।

 

এনএম/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত