ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

গালি দেওয়ায় সাবেক সমন্বয়ককে ঘাড়ধাক্কা দিয়ে নামিয়ে দিল



গালি দেওয়ায় সাবেক সমন্বয়ককে ঘাড়ধাক্কা দিয়ে নামিয়ে দিল
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার আগারগাঁওয়ের বন ভবনের একটি অনুষ্ঠানে গালাগালির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ‘সমন্বয়ক’ পরিচয়ধারী এক তরুণকে আয়োজকরা মঞ্চ থেকে ঘাড়ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছেন।

গতকাল শনিবার (০৬ ডিসেম্বর) আগারগাঁওয়ে বন ভবনে বন্যপ্রাণী, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণে নিয়োজিত স্বেচ্ছাসেবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এক সভায় এ ঘটনাটি ঘটে। 

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ‘সমন্বয়ক’ পরিচয়ধারী ইব্রাহিম নিরব নামের এক তরুণ মঞ্চে উঠে বক্তব্য দিচ্ছেন। এক পর্যায়ে তিনি হলভর্তি দর্শকের সামনে আয়োজকদের অকথ্য ভাষায় গালি দিতে থাকেন।

 

ভিডিওতে ওই তরুণকে বলতে শোনা যায়, ‘প্রধান অতিথি চলে গেছেন। তার বিদায়ের পর বক্তব্য দেওয়া উচিত নয়। আমি ১০ মিনিট ধরে দাঁড়িয়ে ছিলাম যাতে প্রধান অতিথি থাকতেই আমাকে এক মিনিট কথা বলার সুযোগ দেওয়া হয়। কিন্তু এই খা... পো.. আমাকে দিতে দিল না।’

পরে তৎক্ষণাৎ তাকে ধাক্কা দিয়ে মঞ্চ থেকে নামিয়ে দেন আয়োজকদের কয়েকজন। তার এমন গালাগালে বিস্ময় প্রকাশ করেন উপস্থিত দর্শকরা।

তারা বলেন, এ ধরনের একটি অনুষ্ঠানে সমন্বয়ক পরিচয়ে গালাগাল দেওয়া ও উশৃঙ্খল আচরণ কোনোভাবেই কাম্য নয়।

 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : ঘাড়ধাক্কা গালি সাবেক

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫


গালি দেওয়ায় সাবেক সমন্বয়ককে ঘাড়ধাক্কা দিয়ে নামিয়ে দিল

প্রকাশের তারিখ : ০৭ ডিসেম্বর ২০২৫

featured Image

রাজধানী ঢাকার আগারগাঁওয়ের বন ভবনের একটি অনুষ্ঠানে গালাগালির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ‘সমন্বয়ক’ পরিচয়ধারী এক তরুণকে আয়োজকরা মঞ্চ থেকে ঘাড়ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছেন।

গতকাল শনিবার (০৬ ডিসেম্বর) আগারগাঁওয়ে বন ভবনে বন্যপ্রাণী, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণে নিয়োজিত স্বেচ্ছাসেবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এক সভায় এ ঘটনাটি ঘটে। 

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ‘সমন্বয়ক’ পরিচয়ধারী ইব্রাহিম নিরব নামের এক তরুণ মঞ্চে উঠে বক্তব্য দিচ্ছেন। এক পর্যায়ে তিনি হলভর্তি দর্শকের সামনে আয়োজকদের অকথ্য ভাষায় গালি দিতে থাকেন।

 

ভিডিওতে ওই তরুণকে বলতে শোনা যায়, ‘প্রধান অতিথি চলে গেছেন। তার বিদায়ের পর বক্তব্য দেওয়া উচিত নয়। আমি ১০ মিনিট ধরে দাঁড়িয়ে ছিলাম যাতে প্রধান অতিথি থাকতেই আমাকে এক মিনিট কথা বলার সুযোগ দেওয়া হয়। কিন্তু এই খা... পো.. আমাকে দিতে দিল না।’

পরে তৎক্ষণাৎ তাকে ধাক্কা দিয়ে মঞ্চ থেকে নামিয়ে দেন আয়োজকদের কয়েকজন। তার এমন গালাগালে বিস্ময় প্রকাশ করেন উপস্থিত দর্শকরা।

তারা বলেন, এ ধরনের একটি অনুষ্ঠানে সমন্বয়ক পরিচয়ে গালাগাল দেওয়া ও উশৃঙ্খল আচরণ কোনোভাবেই কাম্য নয়।

 

এনএম/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত