ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক



১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জমিয়তে উলামায়ে ইসলামসহ ১২ দলীয় জোটের নেতারা।

আজ বুধবার সন্ধ্যায় বিএনপির গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। রাজনৈতিক সৌজন্য পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সময় তারেক রহমান জোটের নেতাদের খোঁজখবর নেন এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।

আগামী ২০ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। মিত্র দল শরিক জোটকে যেসব আসনে ছাড় দেওয়া হয়েছে, ওইসব আসন থেকে বিএনপির বিদ্রোহী প্রার্থীকে দ্রুত সরিয়ে নেওয়ার জন্য বিএনপি চেয়ারম্যানের প্রতি অনুরোধ জানিয়েছেন জোটের নেতারা।

প্রসঙ্গে মনোনয়নপত্র প্রত্যাহারের আগেই জোটকে ছেড়ে দেওয়া আসনের যত সমস্যা আছে, তা সমাধান হবে বলে বিএনপি চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন বলে সূত্র জানায়।

সাক্ষাৎ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল করিমসহ জোটের একাধিক শীর্ষ নেতা।

 

এমএইছ / ধ্রুবকন্ঠ

বিষয় : বিএনপি তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬


১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জমিয়তে উলামায়ে ইসলামসহ ১২ দলীয় জোটের নেতারা।

আজ বুধবার সন্ধ্যায় বিএনপির গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। রাজনৈতিক সৌজন্য পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সময় তারেক রহমান জোটের নেতাদের খোঁজখবর নেন এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।

আগামী ২০ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। মিত্র দল শরিক জোটকে যেসব আসনে ছাড় দেওয়া হয়েছে, ওইসব আসন থেকে বিএনপির বিদ্রোহী প্রার্থীকে দ্রুত সরিয়ে নেওয়ার জন্য বিএনপি চেয়ারম্যানের প্রতি অনুরোধ জানিয়েছেন জোটের নেতারা।

প্রসঙ্গে মনোনয়নপত্র প্রত্যাহারের আগেই জোটকে ছেড়ে দেওয়া আসনের যত সমস্যা আছে, তা সমাধান হবে বলে বিএনপি চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন বলে সূত্র জানায়।

সাক্ষাৎ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল করিমসহ জোটের একাধিক শীর্ষ নেতা।

 

এমএইছ / ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত