ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সুখবর পেলেন কক্সবাজারের মহিলা দলের এক নেত্রী



সুখবর পেলেন কক্সবাজারের মহিলা দলের এক নেত্রী
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে এক মহিলা দলের নেত্রী সুখবর পেয়েছেন। দল থেকে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। মহিলা দলের নেত্রী মরজিনা আক্তার সিদ্দিকী কক্সবাজার জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।

গতকাল সোমবার (০১ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এ বিষয়ে মর্জিনা আক্তার সিদ্দিকীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ২০২৪ সালের শুরুতে আওয়ামী লীগ আমলে দলের শৃঙ্খলা ভঙ্গ করে উপজেলা পরিষদের নির্বাচন করি, তখন দল থেকে আমাকে বহিষ্কার করে। সে সময় থেকেই দলের কার্যক্রমের বাহিরে ছিলাম। তবে বেশ কিছুদিন দিন ধরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করি। একপর্যায়ে আমি ঢাকায় গিয়ে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে ভুল স্বীকার করলে দল আমাকে ক্ষমা করে বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে।

তিনি আরও বলেন, আমি বেশ খুশি। এখন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করে যাব।

 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : বিএনপি কক্সবাজার সুখবর

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬


সুখবর পেলেন কক্সবাজারের মহিলা দলের এক নেত্রী

প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

featured Image

কক্সবাজারের টেকনাফে এক মহিলা দলের নেত্রী সুখবর পেয়েছেন। দল থেকে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। মহিলা দলের নেত্রী মরজিনা আক্তার সিদ্দিকী কক্সবাজার জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।

গতকাল সোমবার (০১ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এ বিষয়ে মর্জিনা আক্তার সিদ্দিকীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ২০২৪ সালের শুরুতে আওয়ামী লীগ আমলে দলের শৃঙ্খলা ভঙ্গ করে উপজেলা পরিষদের নির্বাচন করি, তখন দল থেকে আমাকে বহিষ্কার করে। সে সময় থেকেই দলের কার্যক্রমের বাহিরে ছিলাম। তবে বেশ কিছুদিন দিন ধরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করি। একপর্যায়ে আমি ঢাকায় গিয়ে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে ভুল স্বীকার করলে দল আমাকে ক্ষমা করে বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে।

তিনি আরও বলেন, আমি বেশ খুশি। এখন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করে যাব।

 

এনএম/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত