ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সাদিক কায়েমের নির্বাচন করার বিষয় এখনো চূড়ান্ত হয়নি : জামায়াত



সাদিক কায়েমের নির্বাচন করার বিষয় এখনো চূড়ান্ত হয়নি : জামায়াত
ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের প্রার্থিতা নিয়ে জোরালো গুঞ্জন চলছে। আগামী নির্বাচনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নেতাদের পাশাপাশি সাদিক কায়েমকেও প্রার্থী করার চিন্তা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন ইঙ্গিত পাওয়া গেছে।

সাদিক কায়েমের নির্বাচন করা নিয়ে এলাকায় ইতোমধ্যে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। যদিও এখনো জামায়াত কিংবা সাদিক কায়েম কেউই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

অন্যদিকে একই আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তিনি ইতোমধ্যে জনসংযোগ ও প্রচার কার্যক্রমও শুরু করেছেন।

এ বিষয়ে জামায়াতে ইসলামীসহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবায়ের গণমাধ্যমকে বলেন, ‘ঢাকা-৮ আসন নিয়ে বিভিন্ন প্রস্তাব ও আলোচনা চলছে। সাদিক কায়েমের প্রার্থী হওয়া এখনো চূড়ান্ত নয়। তাকে প্রার্থী করা হতে পারে, আবার না-ও হতে পারে। হাদি নির্বাচন করছেন, হয়তো তাদের মধ্যে সমন্বয়েরও সুযোগ আছে।’

সাদিক কায়েমকে নিয়ে বাড়তি আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘অতীতে অনেক ডাকসু নেতাই জাতীয় নির্বাচনে অংশ নিয়েছেন। ডাকসু নেতাদের নেতৃত্বে উঠে আসা স্বাভাবিক ইতিবাচক দিক। সাদিক কায়েমও ইতোমধ্যে অনেক কাজ করেছেন। তবে তিনি এখন প্রার্থী হলে পরবর্তী ডাকসু নির্বাচনে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কি না, এটিও আলোচনায় রয়েছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভিন্নধর্মাবলম্বী, নারী, ছাত্রসংসদ নেতা এবং জামায়াতের রোকন নন, এমন ব্যক্তিদেরও মনোনয়ন দেওয়ার দিকে ঝুঁকছে দলটি। ফলে সাদিক কায়েমকে প্রার্থী করার জোরালো জল্পনা আরো তীব্র হয়েছে।

 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : আবু সাদিক কায়েম জামায়াত নির্বাচন

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫


সাদিক কায়েমের নির্বাচন করার বিষয় এখনো চূড়ান্ত হয়নি : জামায়াত

প্রকাশের তারিখ : ০৭ ডিসেম্বর ২০২৫

featured Image

ঢাকা-৮ আসনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের প্রার্থিতা নিয়ে জোরালো গুঞ্জন চলছে। আগামী নির্বাচনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নেতাদের পাশাপাশি সাদিক কায়েমকেও প্রার্থী করার চিন্তা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন ইঙ্গিত পাওয়া গেছে।

সাদিক কায়েমের নির্বাচন করা নিয়ে এলাকায় ইতোমধ্যে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। যদিও এখনো জামায়াত কিংবা সাদিক কায়েম কেউই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

অন্যদিকে একই আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তিনি ইতোমধ্যে জনসংযোগ ও প্রচার কার্যক্রমও শুরু করেছেন।

এ বিষয়ে জামায়াতে ইসলামীসহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবায়ের গণমাধ্যমকে বলেন, ‘ঢাকা-৮ আসন নিয়ে বিভিন্ন প্রস্তাব ও আলোচনা চলছে। সাদিক কায়েমের প্রার্থী হওয়া এখনো চূড়ান্ত নয়। তাকে প্রার্থী করা হতে পারে, আবার না-ও হতে পারে। হাদি নির্বাচন করছেন, হয়তো তাদের মধ্যে সমন্বয়েরও সুযোগ আছে।’

সাদিক কায়েমকে নিয়ে বাড়তি আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘অতীতে অনেক ডাকসু নেতাই জাতীয় নির্বাচনে অংশ নিয়েছেন। ডাকসু নেতাদের নেতৃত্বে উঠে আসা স্বাভাবিক ইতিবাচক দিক। সাদিক কায়েমও ইতোমধ্যে অনেক কাজ করেছেন। তবে তিনি এখন প্রার্থী হলে পরবর্তী ডাকসু নির্বাচনে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কি না, এটিও আলোচনায় রয়েছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভিন্নধর্মাবলম্বী, নারী, ছাত্রসংসদ নেতা এবং জামায়াতের রোকন নন, এমন ব্যক্তিদেরও মনোনয়ন দেওয়ার দিকে ঝুঁকছে দলটি। ফলে সাদিক কায়েমকে প্রার্থী করার জোরালো জল্পনা আরো তীব্র হয়েছে।

 

এনএম/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত