ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

অশালীন মন্তব্যের কারনে অভিযোগ

রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিলেন রুমিন ফারহানা : যুবদল নেতার বিরুদ্ধে



রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিলেন রুমিন ফারহানা : যুবদল নেতার বিরুদ্ধে
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া- আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে অশালীন মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, আশুগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক আলমগীর খাঁ ১১ জানুয়ারি প্রয়াত বেগম খালেদা জিয়ার মিলাদ মাহফিলে রুমিন ফারহানার নাম উল্লেখ করে অসভ্য অকথ্য ভাষায় মন্তব্য করেছেন। তিনি বলেন, “রুমিন ফারহানা মমতাজের মধ্যে কোনো পার্থক্য নেইএবং আরও অশালীন মানহানিকর মন্তব্য করেছেন।

রুমিন ফারহানা অভিযোগে উল্লেখ করেছেন, এসব মন্তব্য নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং এর ফলে সুষ্ঠু, অবাধ নিরপেক্ষ নির্বাচন ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগের সঙ্গে তিনি একটি ভিডিও লিংকও সংযুক্ত করেছেন।

জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, ‘অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তা একজন বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের পর দলীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগে ২০২৫ সালের ডিসেম্বর মাসে রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : যুবদল নেতা রুমিন ফারহানা রিটার্নিং কর্মকর্তা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬


রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিলেন রুমিন ফারহানা : যুবদল নেতার বিরুদ্ধে

প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়া- আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে অশালীন মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, আশুগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক আলমগীর খাঁ ১১ জানুয়ারি প্রয়াত বেগম খালেদা জিয়ার মিলাদ মাহফিলে রুমিন ফারহানার নাম উল্লেখ করে অসভ্য অকথ্য ভাষায় মন্তব্য করেছেন। তিনি বলেন, “রুমিন ফারহানা মমতাজের মধ্যে কোনো পার্থক্য নেইএবং আরও অশালীন মানহানিকর মন্তব্য করেছেন।

রুমিন ফারহানা অভিযোগে উল্লেখ করেছেন, এসব মন্তব্য নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং এর ফলে সুষ্ঠু, অবাধ নিরপেক্ষ নির্বাচন ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগের সঙ্গে তিনি একটি ভিডিও লিংকও সংযুক্ত করেছেন।

জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, ‘অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তা একজন বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের পর দলীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগে ২০২৫ সালের ডিসেম্বর মাসে রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

 

এনএম/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত