ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মুখপাত্রের পাশাপাশি দলের যেসব দায়িত্ব পেলেন আসিফ মাহমুদ



মুখপাত্রের পাশাপাশি দলের যেসব দায়িত্ব পেলেন আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে শুধু দলের মুখপাত্র নয়, নির্বাচনী পরিচালনা কমিটির প্রধানের দায়িত্বও দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) 

আজ সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর রূপায়ন টাওয়ারে দলীয় কার্যালয়ে ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। 

নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচনকালীন সময়ে নির্বাচনী কর্মযজ্ঞ সংগঠনকে ধরে রাখার জন্য আসিফ মাহমুদ নির্বাচনে অংশগ্রহণ করবেন না। বরং এনসিপির মনোনীত প্রার্থীরা যাতে জিতে আসতে পারেন এবং সংসদে গিয়ে বাংলাদেশের মানুষের গণঅভ্যুত্থানের পক্ষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারেন, সে জন্য তিনি কাজ করবেন।

তিনি আরও বলেন, ‘ কারণে আসিফ মাহমুদকে এনসিপির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। আগের এর প্রধান ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। যেহেতু তিনি নির্বাচন করছেন, এই পদ থেকে তিনি দায়িত্বটি ছেড়ে দিয়েছেন। আমরা আসিফ মাহমুদকে এই গুরুদায়িত্ব হস্তান্তর করছি। পুরো কমিটি পুনর্গঠন হবে। যারা নির্বাচন করবেন না তাদের নিয়ে আসিফ মাহমুদ এই গুরুদায়িত্ব নেবেন এবং নির্বাচনকে নেতৃত্ব দেবেন।‘

এছাড়া জরুরি সভায় আসিফ মাহমুদকে এনসিপির নীতিনির্ধারণী বডিতেও অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক।

 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : এনসিপি আসিফ মাহমুদ নাহিদ ইসলাম

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫


মুখপাত্রের পাশাপাশি দলের যেসব দায়িত্ব পেলেন আসিফ মাহমুদ

প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

featured Image

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে শুধু দলের মুখপাত্র নয়, নির্বাচনী পরিচালনা কমিটির প্রধানের দায়িত্বও দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) 

আজ সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর রূপায়ন টাওয়ারে দলীয় কার্যালয়ে ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। 

নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচনকালীন সময়ে নির্বাচনী কর্মযজ্ঞ সংগঠনকে ধরে রাখার জন্য আসিফ মাহমুদ নির্বাচনে অংশগ্রহণ করবেন না। বরং এনসিপির মনোনীত প্রার্থীরা যাতে জিতে আসতে পারেন এবং সংসদে গিয়ে বাংলাদেশের মানুষের গণঅভ্যুত্থানের পক্ষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারেন, সে জন্য তিনি কাজ করবেন।

তিনি আরও বলেন, ‘ কারণে আসিফ মাহমুদকে এনসিপির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। আগের এর প্রধান ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। যেহেতু তিনি নির্বাচন করছেন, এই পদ থেকে তিনি দায়িত্বটি ছেড়ে দিয়েছেন। আমরা আসিফ মাহমুদকে এই গুরুদায়িত্ব হস্তান্তর করছি। পুরো কমিটি পুনর্গঠন হবে। যারা নির্বাচন করবেন না তাদের নিয়ে আসিফ মাহমুদ এই গুরুদায়িত্ব নেবেন এবং নির্বাচনকে নেতৃত্ব দেবেন।‘

এছাড়া জরুরি সভায় আসিফ মাহমুদকে এনসিপির নীতিনির্ধারণী বডিতেও অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক।

 

এনএম/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত