ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বেগম খালেদা জিয়া দেশের সার্বভৌমত্বের বিন্দুমাত্র ছাড় দেননি: আনিসুর রহমান খোকন



বেগম খালেদা জিয়া দেশের সার্বভৌমত্বের বিন্দুমাত্র ছাড় দেননি: আনিসুর রহমান খোকন
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনতিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বিন্দুমাত্র ছাড় দেননি বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

গতকাল বুধবার (১৪ জানুয়ারি) রাতে মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের নম্বর ওয়ার্ডে বিএনপি এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আনিসুর রহমান খোকন বলেন, “কারাবন্দি থাকা গুরুতর অসুস্থতার মধ্যেও বেগম খালেদা জিয়া কখনো দেশের মায়া ত্যাগ করে বিদেশে যাওয়ার কথা ভাবেননি। দেশের প্রতি তার এই ভালোবাসার কারণেই মানুষ তাকে শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করে।

তিনি আরও বলেন, “আমরা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের উত্তরাধিকারী হয়ে থাকি, তাহলে তারেক রহমানের মুখে হাসি ফোটাতে হবে। তারেক রহমান হাসলে বাংলাদেশ হাসবে, আর নির্যাতিত মানুষ তাদের অভিভাবক ফিরে পাবে।

বক্তব্যে আনিসুর রহমান খোকন বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্তের উত্তরাধিকার তারেক রহমান এবং আমরা তার আদর্শের উত্তরাধিকারী। জিয়া পরিবার দেশের মানুষের জন্য বহু ত্যাগ স্বীকার করেছে। মানুষকে ভোটকেন্দ্রে আসার জন্য উৎসাহিত করুন। যাকে ভালো লাগে, যে প্রতীকে ইচ্ছা ভোট দেবেআমরা হার-জিত মেনে নেব।

দোয়া আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মাদারীপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মর্তুজ আলম ঢালী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাউসুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন।

আজাদ হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি এর অঙ্গ-সহযোগী সংগঠনের জেলা, উপজেলা ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা। পরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিতদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

 

এনএন/ধ্রুবকন্ঠ

বিষয় : বেগম খালেদা জিয়া আনিসুর রহমান খোকন সার্বভৌমত্ব

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬


বেগম খালেদা জিয়া দেশের সার্বভৌমত্বের বিন্দুমাত্র ছাড় দেননি: আনিসুর রহমান খোকন

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

বিএনপি চেয়ারপারসনতিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বিন্দুমাত্র ছাড় দেননি বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

গতকাল বুধবার (১৪ জানুয়ারি) রাতে মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের নম্বর ওয়ার্ডে বিএনপি এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আনিসুর রহমান খোকন বলেন, “কারাবন্দি থাকা গুরুতর অসুস্থতার মধ্যেও বেগম খালেদা জিয়া কখনো দেশের মায়া ত্যাগ করে বিদেশে যাওয়ার কথা ভাবেননি। দেশের প্রতি তার এই ভালোবাসার কারণেই মানুষ তাকে শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করে।

তিনি আরও বলেন, “আমরা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের উত্তরাধিকারী হয়ে থাকি, তাহলে তারেক রহমানের মুখে হাসি ফোটাতে হবে। তারেক রহমান হাসলে বাংলাদেশ হাসবে, আর নির্যাতিত মানুষ তাদের অভিভাবক ফিরে পাবে।

বক্তব্যে আনিসুর রহমান খোকন বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্তের উত্তরাধিকার তারেক রহমান এবং আমরা তার আদর্শের উত্তরাধিকারী। জিয়া পরিবার দেশের মানুষের জন্য বহু ত্যাগ স্বীকার করেছে। মানুষকে ভোটকেন্দ্রে আসার জন্য উৎসাহিত করুন। যাকে ভালো লাগে, যে প্রতীকে ইচ্ছা ভোট দেবেআমরা হার-জিত মেনে নেব।

দোয়া আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মাদারীপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মর্তুজ আলম ঢালী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাউসুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন।

আজাদ হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি এর অঙ্গ-সহযোগী সংগঠনের জেলা, উপজেলা ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা। পরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিতদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

 

এনএন/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত