ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বিগত সময়ের মতো কোনো বোঝাপড়ার নির্বাচন আর চাই না: জামায়াত আমির



বিগত সময়ের মতো কোনো বোঝাপড়ার নির্বাচন আর চাই না: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ নির্বাচন নিয়ে এখনো সুষ্ঠু পরিবেশ তৈরি করতে পারেনি সরকার কমিশন, নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে না পারলে সরকারকে দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশের সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও  বলেন, “বিগত সময়ের মতো কোনো বোঝাপড়ার নির্বাচন আর চাই না। তার মতে, এবারের নির্বাচনের গুরুত্ব সীমাহীন, তাই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সরকারের দায়িত্ব।  তিনি সতর্ক করে বলেছেন, যদি কেউ নির্বাচন প্রক্রিয়ায় ম্যাকানিজম বা অনিয়মের চেষ্টা করে, তারা পালাতে বাধ্য হবে।“

জামায়াত আমির বলেন,  “নির্বাচনী পরিবেশ এখনও উপযুক্ত নয়। সরকারের উচিত নির্বাচনকে সুষ্ঠু নিরাপদ করতে প্রত্যেক নির্বাচনী কেন্দ্রে সিসিটিভি স্থাপন নিশ্চিত করা, সেটা যত খরচই হোক।“

. শফিকুর রহমান আরও বলেন, “একাত্তরের স্বাধীনতার ঘোষণা সাধারণ মানুষ থেকে নয়, বরং সশস্ত্র বাহিনীর উদ্যোগে এসেছে।“

১৯৭১ ২০২৪ এর জটিল দিনগুলোতে সেনাবাহিনীর দায়িত্ব পূর্ণ ভুমিকার কারণে জাতি নির্ঘাত একটা গৃহযুদ্ধ থেকে বেঁচে গেছে বলেও তিনি মন্তব্য করেন। 

তিনি বলেন, “বাংলাদেশের সেনাবাহিনী বিশ্বের জন্য নয়, দেশের জন্য কাজ করা উচিত। দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব রাষ্ট্রপ্রধানের নয় বরং সশস্ত্র বাহিনীর কর্মকর্তা থেকেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া উচিত।“

সভায় উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন পর্যায়ের অবসরপ্রাপ্ত সেনা, নৌ বিমানবাহিনীর কর্মকর্তারা।

 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : নির্বাচন জামায়াত আমির বোঝাপড়া

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬


বিগত সময়ের মতো কোনো বোঝাপড়ার নির্বাচন আর চাই না: জামায়াত আমির

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ নির্বাচন নিয়ে এখনো সুষ্ঠু পরিবেশ তৈরি করতে পারেনি সরকার কমিশন, নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে না পারলে সরকারকে দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশের সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও  বলেন, “বিগত সময়ের মতো কোনো বোঝাপড়ার নির্বাচন আর চাই না। তার মতে, এবারের নির্বাচনের গুরুত্ব সীমাহীন, তাই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সরকারের দায়িত্ব।  তিনি সতর্ক করে বলেছেন, যদি কেউ নির্বাচন প্রক্রিয়ায় ম্যাকানিজম বা অনিয়মের চেষ্টা করে, তারা পালাতে বাধ্য হবে।“

জামায়াত আমির বলেন,  “নির্বাচনী পরিবেশ এখনও উপযুক্ত নয়। সরকারের উচিত নির্বাচনকে সুষ্ঠু নিরাপদ করতে প্রত্যেক নির্বাচনী কেন্দ্রে সিসিটিভি স্থাপন নিশ্চিত করা, সেটা যত খরচই হোক।“

. শফিকুর রহমান আরও বলেন, “একাত্তরের স্বাধীনতার ঘোষণা সাধারণ মানুষ থেকে নয়, বরং সশস্ত্র বাহিনীর উদ্যোগে এসেছে।“

১৯৭১ ২০২৪ এর জটিল দিনগুলোতে সেনাবাহিনীর দায়িত্ব পূর্ণ ভুমিকার কারণে জাতি নির্ঘাত একটা গৃহযুদ্ধ থেকে বেঁচে গেছে বলেও তিনি মন্তব্য করেন। 

তিনি বলেন, “বাংলাদেশের সেনাবাহিনী বিশ্বের জন্য নয়, দেশের জন্য কাজ করা উচিত। দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব রাষ্ট্রপ্রধানের নয় বরং সশস্ত্র বাহিনীর কর্মকর্তা থেকেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া উচিত।“

সভায় উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন পর্যায়ের অবসরপ্রাপ্ত সেনা, নৌ বিমানবাহিনীর কর্মকর্তারা।

 

এনএম/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত