ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের মাওলানা মুখলিছুর রহমান



নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের মাওলানা মুখলিছুর রহমান
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর প্রাথমিকভাবে ঘোষিত হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

আজ সোমবার (০১ ডিসেম্বর) ওই আসনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে সাংবাদিক ওয়ালী উল্লাহ নোমানকে সমর্থন দেন তিনি।

জানা যায়, মাওলানা মুখলিছুর রহমান জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও হবিগঞ্জ জেলা আমির। আজ সন্ধ্যায় প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি একটি পোস্ট দিয়েছেন।

পোস্টে মুখলিছুর রহমান বলেন, আমি জামায়াতে ইসলামী কর্তৃক প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত হওয়ার পর থেকে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের প্রতিটি ইউনিয়নে স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের অক্লান্ত সহযোগিতায় নিয়মিত গণসংযোগ ও জনসম্পৃক্ততার কাজ চালিয়ে গেছি। মাঠের মানুষ, সাধারণ ভোটার এবং আমাদের সংগঠনের কর্মীদের কাছ থেকে যে ভালোবাসা, সাড়া ও উৎসাহ পেয়েছি—তা আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি।

তিনি আরও বলেন, কিন্তু বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা ও সংগঠনের কৌশলগত বিচক্ষণতার জায়গা থেকে কেন্দ্রীয় সংগঠন এই আসনে সাংবাদিক ওয়ালী উল্লাহ নোমানকে এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার ব্যাপারে আমার সাথে পরামর্শ করে আমার সম্মতিতেই সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনের সিদ্ধান্ত, দেশের স্বার্থ এবং ইসলামী রাজনৈতিক আদর্শের প্রতি আনুগত্য থেকে আমি কেন্দ্রীয় সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত ও মেনে নিচ্ছি।

মুখলিছুর রহমান বলেন, আমি স্পষ্টভাবে জানাতে চাই—ব্যক্তিগত পদ-পদবি বা মনোনয়ন নয়; আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো ন্যায়নীতি, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা। তাই আমি নিজে এবং আমার সহকর্মীরা পূর্বের মতোই পূর্ণ শক্তি নিয়ে দাঁড়িপাল্লার বিজয়ের জন্য মাঠে কাজ চালিয়ে যাবো।

চুনারুঘাট-মাধবপুরের সব নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে জামায়াতের এ নেতা বলেন, ব্যক্তিগত পছন্দ–অপছন্দ ভুলে গিয়ে, বিভ্রান্তি ও আবেগের ঊর্ধ্বে উঠে, সংগঠনের সিদ্ধান্তকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সাংবাদিক ওয়ালী উল্লাহ নোমানের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করুন।

তিনি বলেন, আমাদের ঐক্যই আমাদের শক্তি—আর এই শক্তিই ইনশাআল্লাহ দাঁড়িপাল্লাকে বিজয়ের পথে নিয়ে যাবে। আল্লাহ আমাদের কাজে বারাকাহ দিন এবং ন্যায়-সত্যের পথে আমাদের দৃঢ় রাখুন।

 

 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : নির্বাচন জামায়াতে ইসলাম মাওলানা মুখলিছুর রহমান নির্বাচন

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫


নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের মাওলানা মুখলিছুর রহমান

প্রকাশের তারিখ : ০১ ডিসেম্বর ২০২৫

featured Image

জামায়াতে ইসলামীর প্রাথমিকভাবে ঘোষিত হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

আজ সোমবার (০১ ডিসেম্বর) ওই আসনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে সাংবাদিক ওয়ালী উল্লাহ নোমানকে সমর্থন দেন তিনি।

জানা যায়, মাওলানা মুখলিছুর রহমান জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও হবিগঞ্জ জেলা আমির। আজ সন্ধ্যায় প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি একটি পোস্ট দিয়েছেন।

পোস্টে মুখলিছুর রহমান বলেন, আমি জামায়াতে ইসলামী কর্তৃক প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত হওয়ার পর থেকে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের প্রতিটি ইউনিয়নে স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের অক্লান্ত সহযোগিতায় নিয়মিত গণসংযোগ ও জনসম্পৃক্ততার কাজ চালিয়ে গেছি। মাঠের মানুষ, সাধারণ ভোটার এবং আমাদের সংগঠনের কর্মীদের কাছ থেকে যে ভালোবাসা, সাড়া ও উৎসাহ পেয়েছি—তা আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি।

তিনি আরও বলেন, কিন্তু বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা ও সংগঠনের কৌশলগত বিচক্ষণতার জায়গা থেকে কেন্দ্রীয় সংগঠন এই আসনে সাংবাদিক ওয়ালী উল্লাহ নোমানকে এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার ব্যাপারে আমার সাথে পরামর্শ করে আমার সম্মতিতেই সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনের সিদ্ধান্ত, দেশের স্বার্থ এবং ইসলামী রাজনৈতিক আদর্শের প্রতি আনুগত্য থেকে আমি কেন্দ্রীয় সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত ও মেনে নিচ্ছি।

মুখলিছুর রহমান বলেন, আমি স্পষ্টভাবে জানাতে চাই—ব্যক্তিগত পদ-পদবি বা মনোনয়ন নয়; আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো ন্যায়নীতি, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা। তাই আমি নিজে এবং আমার সহকর্মীরা পূর্বের মতোই পূর্ণ শক্তি নিয়ে দাঁড়িপাল্লার বিজয়ের জন্য মাঠে কাজ চালিয়ে যাবো।

চুনারুঘাট-মাধবপুরের সব নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে জামায়াতের এ নেতা বলেন, ব্যক্তিগত পছন্দ–অপছন্দ ভুলে গিয়ে, বিভ্রান্তি ও আবেগের ঊর্ধ্বে উঠে, সংগঠনের সিদ্ধান্তকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সাংবাদিক ওয়ালী উল্লাহ নোমানের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করুন।

তিনি বলেন, আমাদের ঐক্যই আমাদের শক্তি—আর এই শক্তিই ইনশাআল্লাহ দাঁড়িপাল্লাকে বিজয়ের পথে নিয়ে যাবে। আল্লাহ আমাদের কাজে বারাকাহ দিন এবং ন্যায়-সত্যের পথে আমাদের দৃঢ় রাখুন।

 

 

এনএম/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত