ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

নির্বাচন ও গণভোট বানচালে নানা অপতৎপরতা চলছে : সাইফুল হক



নির্বাচন ও গণভোট বানচালে নানা অপতৎপরতা চলছে : সাইফুল হক
ছবি: সংগৃহীত

একাত্তরের পরাজিত অপশক্তির যাবতীয় অপতৎপরতা ও নাশকতার বিরুদ্ধে রাজনৈতিক দল ও জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

তিনি বলেছেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার পরে নির্বাচন ও গণভোট বানচালে নানা মহল সক্রিয় রয়েছে। আগামী জাতীয় নির্বাচন ও গণভোট কোনোভাবেই ঝুঁকিতে নিপতিত করা যাবে না।’

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, কেন্দ্রীয় কমিটির সদস্য সিকদার হারুন মাহমুদ ও ফিরোজ আলী, কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী ও হাবিবুর রহমান হাবিব, ঢাকা মহানগর কমিটির আরিফুল ইসলাম আরিফ, শিল্পাঞ্চল কমিটির মোহাম্মদ সুমন, হালিম ভুইয়া ও নান্টু দাশ উপস্থিত ছিলেন।

 

এ সময় সাইফুল হক বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছর পরেও কেউ কেউ আমাদের বিজয়কে পরাজয়ের নিয়ে যাওয়ার চেষ্টা করছে। মুক্তিযুদ্ধ ও তার গৌরবকে ছোট করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পরাজয়ের গ্লানিও এখনো ভুলতে পারেনি তারা। অন্যদিকে গত ৫৪ বছরে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের ঘোষণার বিপরীতে নিয়ে যাওয়া হয়েছে। এ কারণেই দেশের জনগণকে গণ-অভ্যুত্থানে শামিল হতে হয়েছে।’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যাদের আমরা ক্ষমতায় বসিয়েছি, বাস্তবে তারাও মুক্তিযুদ্ধ ও গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করতে পারেনি। বিপুল জনপ্রত্যাশা বাস্তবায়ন করতে পারেনি। এ কারণে কখনো ধর্মের নামে, কখনো নানা মতাদর্শের নামে নানাভাবে বলপ্রয়োগ ও জবরদস্তি চাপিয়ে দেওয়া হচ্ছে, আমাদের বহুত্ববাদী সহিষ্ণু সমাজে হিংসা, ঘৃণা ছড়িয়ে দেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘জনগণের ঐক্যের পরিবর্তে বিভক্তি ও বিভাজন বাড়িয়ে তোলা হচ্ছে। কিন্তু স্বাধীন বাংলাদেশ অতীতে কোনো চরমপন্থা গ্রহণ করেনি, ভবিষ্যতেও গ্রহণ করবে না।’

স্বাধীনতাবিরোধী সব অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার জন্য দেশবাসির প্রতি তিনি আহ্বান জানান।

 

এনএম/ধ্রুবকন্ঠ 

বিষয় : সাইফুল হক

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫


নির্বাচন ও গণভোট বানচালে নানা অপতৎপরতা চলছে : সাইফুল হক

প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫

featured Image

একাত্তরের পরাজিত অপশক্তির যাবতীয় অপতৎপরতা ও নাশকতার বিরুদ্ধে রাজনৈতিক দল ও জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

তিনি বলেছেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার পরে নির্বাচন ও গণভোট বানচালে নানা মহল সক্রিয় রয়েছে। আগামী জাতীয় নির্বাচন ও গণভোট কোনোভাবেই ঝুঁকিতে নিপতিত করা যাবে না।’

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, কেন্দ্রীয় কমিটির সদস্য সিকদার হারুন মাহমুদ ও ফিরোজ আলী, কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী ও হাবিবুর রহমান হাবিব, ঢাকা মহানগর কমিটির আরিফুল ইসলাম আরিফ, শিল্পাঞ্চল কমিটির মোহাম্মদ সুমন, হালিম ভুইয়া ও নান্টু দাশ উপস্থিত ছিলেন।

 

এ সময় সাইফুল হক বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছর পরেও কেউ কেউ আমাদের বিজয়কে পরাজয়ের নিয়ে যাওয়ার চেষ্টা করছে। মুক্তিযুদ্ধ ও তার গৌরবকে ছোট করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পরাজয়ের গ্লানিও এখনো ভুলতে পারেনি তারা। অন্যদিকে গত ৫৪ বছরে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের ঘোষণার বিপরীতে নিয়ে যাওয়া হয়েছে। এ কারণেই দেশের জনগণকে গণ-অভ্যুত্থানে শামিল হতে হয়েছে।’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যাদের আমরা ক্ষমতায় বসিয়েছি, বাস্তবে তারাও মুক্তিযুদ্ধ ও গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করতে পারেনি। বিপুল জনপ্রত্যাশা বাস্তবায়ন করতে পারেনি। এ কারণে কখনো ধর্মের নামে, কখনো নানা মতাদর্শের নামে নানাভাবে বলপ্রয়োগ ও জবরদস্তি চাপিয়ে দেওয়া হচ্ছে, আমাদের বহুত্ববাদী সহিষ্ণু সমাজে হিংসা, ঘৃণা ছড়িয়ে দেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘জনগণের ঐক্যের পরিবর্তে বিভক্তি ও বিভাজন বাড়িয়ে তোলা হচ্ছে। কিন্তু স্বাধীন বাংলাদেশ অতীতে কোনো চরমপন্থা গ্রহণ করেনি, ভবিষ্যতেও গ্রহণ করবে না।’

স্বাধীনতাবিরোধী সব অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার জন্য দেশবাসির প্রতি তিনি আহ্বান জানান।

 

এনএম/ধ্রুবকন্ঠ 


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত