ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা



ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা
ছবি: তাসনিম জারা

স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ শনিবার (১০ জানুয়ারি) শুনানি শেষে ঘোষণা দেয় ইসি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা- আসনে মনোনয়নপত্র বাতিলের পর প্রার্থিতা ফিরে পেতে এর আগে গত সোমবার ( জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। 

আপিল জমা দেওয়ার পর তাসনিম জারা সাংবাদিকদের জানিয়েছিলেন, মাত্র দেড় দিনের মাথায় প্রায় হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সমর্থনে স্বাক্ষর দিয়েছেন, অনেক ভালোবাসা দিয়েছেন। নিজেরাই স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন। যারা স্বাক্ষর দিয়েছেন, তারা চান আমি নির্বাচনে অংশ নিই। তাদের প্রতি সম্মান জানিয়েই আমরা আইনি লড়াই চালিয়ে যাচ্ছি।

তার আইনজীবী আরমান হোসেন জানিয়েছিলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এর অনুচ্ছেদ ১৪ () এবং নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮-এর বিধি অনুযায়ী তারা আপিল দায়ের করেছেন। তিনি বলেন, ‘আইনগতভাবে আপিলে আমাদের জয়ী হওয়ার শতভাগ সম্ভাবনা রয়েছে।

গত শনিবার ( জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন।

উল্লেখ্য, তাসনিম জারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন। এর আগে এনসিপি থেকে নির্বাচন করার কথা থাকলেও পরে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।

 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : মনোনয়নপত্র তাসনিম জারা বৈধ ঘোষণা ঢাকা-৯ আসন

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬


ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

featured Image

স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ শনিবার (১০ জানুয়ারি) শুনানি শেষে ঘোষণা দেয় ইসি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা- আসনে মনোনয়নপত্র বাতিলের পর প্রার্থিতা ফিরে পেতে এর আগে গত সোমবার ( জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। 

আপিল জমা দেওয়ার পর তাসনিম জারা সাংবাদিকদের জানিয়েছিলেন, মাত্র দেড় দিনের মাথায় প্রায় হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সমর্থনে স্বাক্ষর দিয়েছেন, অনেক ভালোবাসা দিয়েছেন। নিজেরাই স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন। যারা স্বাক্ষর দিয়েছেন, তারা চান আমি নির্বাচনে অংশ নিই। তাদের প্রতি সম্মান জানিয়েই আমরা আইনি লড়াই চালিয়ে যাচ্ছি।

তার আইনজীবী আরমান হোসেন জানিয়েছিলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এর অনুচ্ছেদ ১৪ () এবং নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮-এর বিধি অনুযায়ী তারা আপিল দায়ের করেছেন। তিনি বলেন, ‘আইনগতভাবে আপিলে আমাদের জয়ী হওয়ার শতভাগ সম্ভাবনা রয়েছে।

গত শনিবার ( জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন।

উল্লেখ্য, তাসনিম জারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন। এর আগে এনসিপি থেকে নির্বাচন করার কথা থাকলেও পরে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।

 

এনএম/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত