জামায়াতে
ইসলামীর
আমির
ডা.
শফিকুর
রহমান
সশস্ত্র
বাহিনীর
অবসরপ্রাপ্ত
কর্মকর্তাদের
সঙ্গে
মতবিনিময়
করেছেন।
আজ
সোমবার
(১২
জানুয়ারি)
সন্ধ্যায়
বাংলাদেশ
চীন
মৈত্রী
সম্মেলন
কেন্দ্রের
সেলিব্রেটি
হলে
এ
মতবিনিময়
সভার
আয়োজন
করা
হয়।
এতে
দেশের
বিভিন্ন
পর্যায়ের
অবসরপ্রাপ্ত
সেনা,
নৌ
ও
বিমানবাহিনীর
কর্মকর্তারা
অংশ
নেন।
জামায়াতে
ইসলামীর
সহকারী
সেক্রেটারি
জেনারেল
এবং
কেন্দ্রীয়
প্রচার
ও
মিডিয়া
বিভাগের
প্রধান
অ্যাডভোকেট
এহসানুল
মাহবুব
জুবায়ের
জানান,
সভায়
দেশের
বর্তমান
রাজনৈতিক,
সামাজিক
ও
নিরাপত্তা
সংক্রান্ত
বিষয়
নিয়ে
অবসরপ্রাপ্ত
সেনা
কর্মকর্তাদের
সঙ্গে
বিস্তারিত
আলোচনা
হয়েছে।
পরে
সাংবাদিকদের
তিনি
জানান,
একাত্তরের
স্বাধীনতার
ঘোষণা
কোন
সাধারণ
মানুষের
কাছে
থেকে
আসেনি,
এসেছে
সশস্ত্র
বাহিনীর
কাছে
থেকে। ২৪ এর জটিল দিনগুলোতে
সেনাবাহিনীর
দায়িত্ব
পূর্ণ
ভুমিকার
কারণে
জাতি
নির্ঘাত
একটা
গৃহযুদ্ধ
থেকে
বেঁচে
গেছে
বলেও
মন্তব্য
করেন
তিনি।
বলেন,
দেশের
প্রতিরক্ষা
মন্ত্রণালয়ের
দায়িত্ব
রাষ্ট্রপ্রধানের
নয়
বরং
সশস্ত্র
বাহিনীর
কর্মকর্তা
থেকেই
প্রতিরক্ষা
মন্ত্রণালয়ের
মন্ত্রী
হিসেবে
দায়িত্ব
দেওয়া
উচিত।
তিনি বলেন, “জাতির জীবনে
এবারের
নির্বাচনের
গুরুত্ব
সীমাহীন
তাই
নিরপেক্ষ
সুষ্ঠ
নির্বাচনের
পরিবেশ
তৈরি
করতে
সরকারকেই
কাজ
করতে
হবে।“
এখনো
নির্বাচনের
উপযুক্ত
পরিবেশ
তৈরি
হয়নি
উল্লেখ
করে
শফিকুর
রহমান
বলেন,
নির্বাচন
নিয়ে
এখনো
সুষ্ঠু
পরিবেশ
তৈরি
করতে
পারেনি
সরকার
ও
কমিশন।
তাই
নির্বাচনী
পরিবেশ
সৃষ্টি
করতে
না
পারলে
দায়িত্ব
থেকে
সরে
যাওয়া
কথাও
জানান
জামায়াত
আমির।
এনএম/ধ্রুবকন্ঠ
আপনার মতামত লিখুন