ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

চট্টগ্রামে বিএনপির মনোনীত প্রার্থীর প্রধান সমন্বয়কারীর উপর হামলা



চট্টগ্রামে বিএনপির মনোনীত প্রার্থীর প্রধান সমন্বয়কারীর উপর হামলা
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী এমএ হাসেম রাজুর গাড়িতে হামলা, ভাঙচুর গুলির অভিযোগ উঠেছে।

গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে সাতকানিয়া উপজেলার বাজালিয়া বাস স্টেশনের ভাঙা সেতু এলাকায় ঘটনা ঘটেছে। তবে শুক্রবার বিকালে রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

স্থানীয় বিএনপি এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার সাতকানিয়ার পুরানগড় ইউনিয়ন যুবদল ছাত্রদলের উদ্যোগে পুরানগড়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন ছিল। দোয়া মাহফিলে অংশগ্রহণ শেষে এমএ হাসেম রাজুসহ দলীয় নেতাকর্মীরা চন্দনাইশ উপজেলায় ফিরছিলেন। রাত ১১টার দিকে তাদের মাইক্রোবাসটি বাজালিয়া বাস স্টেশনের ভাঙা সেতু এলাকায় পৌঁছলে অতর্কিতভাবে এলডিপি জামায়াতের লোকজন হামলা চালিয়ে মাইক্রোবাসটির কাচ ভাঙচুর করেন। সময় কয়েকটি গুলিও করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতাকর্মীরা।জানতে চাইলে এমএ হাসেম রাজু বলেন, বাজালিয়ার ভাঙা সেতু এলাকায় হঠাৎ করে স্থানীয় এলডিপি জামায়াতের নেতাকর্মীরা হামলা চালিয়ে আমাদের গাড়ি ভাঙচুর করেছেন। সময় পাশে চারটি গুলির শব্দও শোনা গেছে। হামলাকারীদের স্থানীয় বিএনপির নেতাকর্মীরা চিনতে পেরেছেন।

ব্যাপারে থানায় লিখিতভাবে অভিযোগ দেওয়া হবে। উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জামাল হোসেন যুগান্তরকে বলেন, দুষ্কৃতকারিরা হামলা করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বানচালের চেষ্টা করছে। ব্যাপারে প্রশাসনকে আরও সতর্ক হতে হবে।দলীয় সূত্রে জানা যায়, নির্বাচনি জোট গঠন করার কারণে চট্টগ্রাম-১৪ আসনে জামায়াতে ইসলামী কোনো প্রার্থী দেয়নি। আসনটি জোটের সঙ্গী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুককে ছেড়ে দেওয়া হয়েছে। অধ্যাপক ওমর ফারুক এলডিপির প্রতিষ্ঠাতা সভাপতি কর্নেল অলি আহমেদের বড় ছেলে।

ব্যাপারে জানতে চাইলে অধ্যাপক ওমর ফারুক বলেন, ওই ঘটনা সম্পর্কে আমার কোনো কিছুই জানা নেই।সাতকানিয়া থানার ওসি মঞ্জুরুল হক বলেন, উপজেলার বাজালিয়া এলাকায় বিএনপি নেতা এমএ হাসেম রাজুর গাড়িতে হামলার বিষয়টি জানানোর জন্য বৃহস্পতিবার রাতে বিএনপি এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা থানায় এসেছিলেন। তবে ঘটনায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তারপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

এমএইছ / ধ্রুবকণ্ঠ

বিষয় : চট্টগ্রাম হামলা বিএনপি

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬


চট্টগ্রামে বিএনপির মনোনীত প্রার্থীর প্রধান সমন্বয়কারীর উপর হামলা

প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী এমএ হাসেম রাজুর গাড়িতে হামলা, ভাঙচুর গুলির অভিযোগ উঠেছে।

গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে সাতকানিয়া উপজেলার বাজালিয়া বাস স্টেশনের ভাঙা সেতু এলাকায় ঘটনা ঘটেছে। তবে শুক্রবার বিকালে রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

স্থানীয় বিএনপি এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার সাতকানিয়ার পুরানগড় ইউনিয়ন যুবদল ছাত্রদলের উদ্যোগে পুরানগড়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন ছিল। দোয়া মাহফিলে অংশগ্রহণ শেষে এমএ হাসেম রাজুসহ দলীয় নেতাকর্মীরা চন্দনাইশ উপজেলায় ফিরছিলেন। রাত ১১টার দিকে তাদের মাইক্রোবাসটি বাজালিয়া বাস স্টেশনের ভাঙা সেতু এলাকায় পৌঁছলে অতর্কিতভাবে এলডিপি জামায়াতের লোকজন হামলা চালিয়ে মাইক্রোবাসটির কাচ ভাঙচুর করেন। সময় কয়েকটি গুলিও করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতাকর্মীরা।জানতে চাইলে এমএ হাসেম রাজু বলেন, বাজালিয়ার ভাঙা সেতু এলাকায় হঠাৎ করে স্থানীয় এলডিপি জামায়াতের নেতাকর্মীরা হামলা চালিয়ে আমাদের গাড়ি ভাঙচুর করেছেন। সময় পাশে চারটি গুলির শব্দও শোনা গেছে। হামলাকারীদের স্থানীয় বিএনপির নেতাকর্মীরা চিনতে পেরেছেন।

ব্যাপারে থানায় লিখিতভাবে অভিযোগ দেওয়া হবে। উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জামাল হোসেন যুগান্তরকে বলেন, দুষ্কৃতকারিরা হামলা করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বানচালের চেষ্টা করছে। ব্যাপারে প্রশাসনকে আরও সতর্ক হতে হবে।দলীয় সূত্রে জানা যায়, নির্বাচনি জোট গঠন করার কারণে চট্টগ্রাম-১৪ আসনে জামায়াতে ইসলামী কোনো প্রার্থী দেয়নি। আসনটি জোটের সঙ্গী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুককে ছেড়ে দেওয়া হয়েছে। অধ্যাপক ওমর ফারুক এলডিপির প্রতিষ্ঠাতা সভাপতি কর্নেল অলি আহমেদের বড় ছেলে।

ব্যাপারে জানতে চাইলে অধ্যাপক ওমর ফারুক বলেন, ওই ঘটনা সম্পর্কে আমার কোনো কিছুই জানা নেই।সাতকানিয়া থানার ওসি মঞ্জুরুল হক বলেন, উপজেলার বাজালিয়া এলাকায় বিএনপি নেতা এমএ হাসেম রাজুর গাড়িতে হামলার বিষয়টি জানানোর জন্য বৃহস্পতিবার রাতে বিএনপি এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা থানায় এসেছিলেন। তবে ঘটনায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তারপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

এমএইছ / ধ্রুবকণ্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত