তবে,
সমঝোতা
বিষয়ে
এখনো
সমাধানের
পথ
দেখছেন
জামায়াতসহ
অন্যান্য
দলের
নেতারা।
তাদের
পক্ষ
থেকে
জানানো
হয়েছে,
তারা
এখনো
আশাবাদী।
প্রয়োজনে
মনোনয়নপত্র
প্রত্যাহারের
শেষ
সময়
পর্যন্ত
অপেক্ষা
করবেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সরে যাওয়ায় ভেঙে
গেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘১১
দলীয় নির্বাচনী ঐক্য’
জোট। ইসলামী আন্দোলন আসন্ন ত্রয়োদশ জাতীয়
সংসদ নির্বাচনে এককভাবে ২৬৮টি আসনে লড়াইয়ের ঘোষণা দিয়েছে।
আজ শুক্রবার (১৬
জানুয়ারি) বিকেল
৩টার পর রাজধানীর পুরানা পল্টনে এক
সংবাদ সম্মেলনে দলের
পক্ষ থেকে এই
ঘোষণাটি দেওয়া
হয়।
এ সময় দলটির
জ্যেষ্ঠ যুগ্ম
মহাসচিব ও
মুখপাত্র গাজী
আতাউর রহমান বলেন,
‘আসন্ন ত্রয়োদশ জাতীয়
সংসদ নির্বাচনে ২৬৮
আসনে প্রার্থীরা মাঠে
কাজ করছেন। তারা
নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন। তারা
কেউ মনোনয়ন প্রত্যাহার করবেন না।‘
তার আগে, ইসলামী
আন্দোলনের ঐক্য
প্রক্রিয়ায় থাকা
না থাকা নিয়ে
গতকাল বৃহস্পতিবার (১৫
জানুয়ারি) দিনভর
নানা গুঞ্জন ছড়িয়ে
পড়ে। এরই মধ্যে
এদিন দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১
দলের জরুরি বৈঠক
হয়। এতে যোগ
দেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বৈঠক
শেষে
জামায়াতের
নেতারা
জানিয়েছিলেন,
রাতের
সংবাদ
সম্মেলনে
দলটির
প্রতিনিধি
থাকতে
পারেন।
কিন্তু,
তারা
না
আসায়
সে
গুঞ্জন
আরও
শক্তিশালী
হয়।
তাই
সবার
চোখ
ছিল
দলটির
আজকের
সংবাদ
সম্মেলনের
দিকে।
তবে,
সমঝোতা
বিষয়ে
এখনো
সমাধানের
পথ
দেখছেন
জামায়াতসহ
অন্যান্য
দলের
নেতারা।
তাদের
পক্ষ
থেকে
জানানো
হয়েছে,
তারা
এখনো
আশাবাদী।
প্রয়োজনে
মনোনয়নপত্র
প্রত্যাহারের
শেষ
সময়
পর্যন্ত
অপেক্ষা
করবেন।
এনএম/ধ্রুবকন্ঠ
.png)
শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬
ইসলামী আন্দোলন বাংলাদেশ সরে যাওয়ায় ভেঙে
গেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘১১
দলীয় নির্বাচনী ঐক্য’
জোট। ইসলামী আন্দোলন আসন্ন ত্রয়োদশ জাতীয়
সংসদ নির্বাচনে এককভাবে ২৬৮টি আসনে লড়াইয়ের ঘোষণা দিয়েছে।
আজ শুক্রবার (১৬
জানুয়ারি) বিকেল
৩টার পর রাজধানীর পুরানা পল্টনে এক
সংবাদ সম্মেলনে দলের
পক্ষ থেকে এই
ঘোষণাটি দেওয়া
হয়।
এ সময় দলটির
জ্যেষ্ঠ যুগ্ম
মহাসচিব ও
মুখপাত্র গাজী
আতাউর রহমান বলেন,
‘আসন্ন ত্রয়োদশ জাতীয়
সংসদ নির্বাচনে ২৬৮
আসনে প্রার্থীরা মাঠে
কাজ করছেন। তারা
নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন। তারা
কেউ মনোনয়ন প্রত্যাহার করবেন না।‘
তার আগে, ইসলামী
আন্দোলনের ঐক্য
প্রক্রিয়ায় থাকা
না থাকা নিয়ে
গতকাল বৃহস্পতিবার (১৫
জানুয়ারি) দিনভর
নানা গুঞ্জন ছড়িয়ে
পড়ে। এরই মধ্যে
এদিন দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১
দলের জরুরি বৈঠক
হয়। এতে যোগ
দেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বৈঠক
শেষে
জামায়াতের
নেতারা
জানিয়েছিলেন,
রাতের
সংবাদ
সম্মেলনে
দলটির
প্রতিনিধি
থাকতে
পারেন।
কিন্তু,
তারা
না
আসায়
সে
গুঞ্জন
আরও
শক্তিশালী
হয়।
তাই
সবার
চোখ
ছিল
দলটির
আজকের
সংবাদ
সম্মেলনের
দিকে।
তবে,
সমঝোতা
বিষয়ে
এখনো
সমাধানের
পথ
দেখছেন
জামায়াতসহ
অন্যান্য
দলের
নেতারা।
তাদের
পক্ষ
থেকে
জানানো
হয়েছে,
তারা
এখনো
আশাবাদী।
প্রয়োজনে
মনোনয়নপত্র
প্রত্যাহারের
শেষ
সময়
পর্যন্ত
অপেক্ষা
করবেন।
এনএম/ধ্রুবকন্ঠ
.png)
আপনার মতামত লিখুন