রংপুর বিভাগের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযান
‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং দলটির অঙ্গসংগঠন যুবলীগ ও ছাত্রলীগের ৪৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়,
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর বিভাগজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা,
সহিংসতা প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং নাশকতাকারীদের দমন করতেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ বিষয়ে ডিআইজি আমিনুল ইসলাম জানান,
গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের আট জেলার বিভিন্ন উপজেলা ও থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড, হত্যাচেষ্টা, সহিংসতা,
নাশকতা ও আইন-শৃঙ্খলা বিঘ্নের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
তিনি আরো বলেন,
‘পূর্বে দায়ের করা কয়েকটি মামলায় এজাহারভুক্ত আসামি তারা এবং কয়েকটি তদন্তাধীন মামলার সন্দেহভাজন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের নিজ নিজ জেলার আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ অব্যাহত থাকবে। প্রয়োজনে আরো কঠোর অভিযান পরিচালনার কথাও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এম
এইছ / ধ্রুবকন্ঠ
বিষয় : আওয়ামী লীগ অপারেশন ডেভিল হান্ট ফেজ-২
.png)
শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫
রংপুর বিভাগের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযান
‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং দলটির অঙ্গসংগঠন যুবলীগ ও ছাত্রলীগের ৪৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়,
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর বিভাগজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা,
সহিংসতা প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং নাশকতাকারীদের দমন করতেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ বিষয়ে ডিআইজি আমিনুল ইসলাম জানান,
গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের আট জেলার বিভিন্ন উপজেলা ও থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড, হত্যাচেষ্টা, সহিংসতা,
নাশকতা ও আইন-শৃঙ্খলা বিঘ্নের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
তিনি আরো বলেন,
‘পূর্বে দায়ের করা কয়েকটি মামলায় এজাহারভুক্ত আসামি তারা এবং কয়েকটি তদন্তাধীন মামলার সন্দেহভাজন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের নিজ নিজ জেলার আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ অব্যাহত থাকবে। প্রয়োজনে আরো কঠোর অভিযান পরিচালনার কথাও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এম
এইছ / ধ্রুবকন্ঠ
.png)
আপনার মতামত লিখুন