ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রাজনীতি

এটা আমাদের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত: নাহিদ ইসলাম

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘এখানে সংস্কারের পক্ষে থাকা, আজাদির পক্ষে থাকা এবং বৈষম্যবিরোধী, দুর্নীতিবিরোধী বাংলাদেশের পক্ষে থাকা অনেকগুলো রাজনৈতিক দল একসঙ্গে এক প্লাটফর্মে এসেছি। আমরা ঐক্যবদ্ধভাবে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবো বলে সিদ্ধান্ত নিয়েছি। এটা আমাদের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত। এটার রাজনৈতিক গুরুত্ব অপরিসীম।‘আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘১১ দলীয় নির্বাচনী ঐক্যের’ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের পরে যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা এগিয়ে যেতে চাচ্ছি। আমাদের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষিত বাংলাদেশ, আমাদের মহান মুক্তিযুদ্ধের সাম্য ও মানবিক মর্যাদা ও সুবিচারের বাংলাদেশ এবং ১৯৪৭ সালের যে আজাদির লড়াই, সব ঐতিহাসিক লড়াইকে ধারণ করে আমরা আসন্ন নির্বাচন ও গণভোটে অংশ নেবো। আমাদের প্রার্থী হিসেবে কোনো সুনির্দিষ্ট দলের প্রার্থী থাকবে না; সবাই সবার সহযোগিতার মাধ্যমে আমরা কাজ করবো। হ্যাঁ ভোটকে জয়ী করতে কাজ করবো।‘  এনএম/ধ্রুবকন্ঠ

এটা আমাদের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত: নাহিদ ইসলাম