ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ভুঁড়ি বাড়ার জন্য কি শুধুই ভাত দায়ী? জানুন আসল তথ্য



ভুঁড়ি বাড়ার জন্য কি শুধুই ভাত দায়ী? জানুন আসল তথ্য
ছবি: সংগৃহীত

অনেকেই বলে থাকেন, ভাত খেয়েও রোগা হওয়া যায়। কিন্তু আপনার ক্ষেত্রে সেই ফর্মুলা খাটছে না। দিন দিন ভুঁড়ি বেড়েই চলছে। শরীরচর্চা, ডায়েট করেও কোনো লাভ হচ্ছে না। স্বাভাবিকভাবেই সব দোষ গিয়ে পড়েছে ভাতের ওপর।

কিন্তু পুষ্টিবিদরাও কি তেমনটা বলছেন? সত্যিই কি ভুঁড়ি বেড়ে যাওয়ার সঙ্গে ভাতের কোনো সম্পর্ক রয়েছে? তা জানাতেই আজকের প্রতিবেদন। চলুন, জেনে নেওয়া যাক

প্রসঙ্গে পুষ্টিবিদরা বলছেন, ওজন কিংবা ভুঁড়ি বেড়ে যাওয়ার জন্য এভাবে নির্দিষ্ট কোনো একটি খাবারকে দায়ী করে দেওয়া যায় না। দেহের ওজন এক দিনে হুট করে বেড়ে যায় না। দিনের পর দিন শরীরের প্রয়োজনের চেয়ে বেশি ক্যালরি শরীরে গেলেই সমস্যা শুরু হয়। সুতরাং নির্দিষ্ট কোনো একটি খাবারের জন্য ওজন বেড়ে যেতে পারে না।

পুষ্টিবিদরা জানান, ক্যালরির দিক থেকে সাদা ভাত খুব একটা নিরাপদ নয়। তা ছাড়া এটি রিফাইন্ড কার্বোহাইড্রেটও বটে। যেহেতু খুব তাড়াতাড়ি সাদা ভাত হজম হয়ে যায়, তাই চট করে সুগার স্পাইকও বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

এর সঙ্গে যোগ হয় পরিমাণ। এক কাপ ভাতের চেয়ে এক বাটি ভাতের ক্যালরি বেশি। সুতরাং যারা পরিমাণ সম্পর্কে একেবারেই সচেতন নন, তাদের জন্য ভাত সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। কী দিয়ে ভাত খাচ্ছেন, সেটাও গুরুত্বপূর্ণ। চর্বিযুক্ত খাবারের সঙ্গে ভাতের জুটি মেদ হওয়ার জন্য যথেষ্ট।

সাদা ভাতের তুলনায় ব্রাউন রাইস নিরাপদ। কারণ, এতে ফাইবারের পরিমাণ বেশি। এর সঙ্গে যদি প্রোটিন এবং প্রয়োজনীয় কিছু নিউট্রিয়েন্ট যোগ করা হয়, তাহলে ওজন বেড়ে যাওয়ার ভয় থাকে না। অন্ত্র ভালো থাকে। একইসঙ্গে মেটাবলিক হেলথ- উন্নত হয়। তাই পুষ্টিবিদরা সবসময় ব্যালান্সড ডায়েটের ওপর জোর দেন।

সূত্র : এই সময়

 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : ভাত ভুঁড়ি বাড়া আসল তথ্য

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬


ভুঁড়ি বাড়ার জন্য কি শুধুই ভাত দায়ী? জানুন আসল তথ্য

প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬

featured Image

অনেকেই বলে থাকেন, ভাত খেয়েও রোগা হওয়া যায়। কিন্তু আপনার ক্ষেত্রে সেই ফর্মুলা খাটছে না। দিন দিন ভুঁড়ি বেড়েই চলছে। শরীরচর্চা, ডায়েট করেও কোনো লাভ হচ্ছে না। স্বাভাবিকভাবেই সব দোষ গিয়ে পড়েছে ভাতের ওপর।

কিন্তু পুষ্টিবিদরাও কি তেমনটা বলছেন? সত্যিই কি ভুঁড়ি বেড়ে যাওয়ার সঙ্গে ভাতের কোনো সম্পর্ক রয়েছে? তা জানাতেই আজকের প্রতিবেদন। চলুন, জেনে নেওয়া যাক

প্রসঙ্গে পুষ্টিবিদরা বলছেন, ওজন কিংবা ভুঁড়ি বেড়ে যাওয়ার জন্য এভাবে নির্দিষ্ট কোনো একটি খাবারকে দায়ী করে দেওয়া যায় না। দেহের ওজন এক দিনে হুট করে বেড়ে যায় না। দিনের পর দিন শরীরের প্রয়োজনের চেয়ে বেশি ক্যালরি শরীরে গেলেই সমস্যা শুরু হয়। সুতরাং নির্দিষ্ট কোনো একটি খাবারের জন্য ওজন বেড়ে যেতে পারে না।

পুষ্টিবিদরা জানান, ক্যালরির দিক থেকে সাদা ভাত খুব একটা নিরাপদ নয়। তা ছাড়া এটি রিফাইন্ড কার্বোহাইড্রেটও বটে। যেহেতু খুব তাড়াতাড়ি সাদা ভাত হজম হয়ে যায়, তাই চট করে সুগার স্পাইকও বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

এর সঙ্গে যোগ হয় পরিমাণ। এক কাপ ভাতের চেয়ে এক বাটি ভাতের ক্যালরি বেশি। সুতরাং যারা পরিমাণ সম্পর্কে একেবারেই সচেতন নন, তাদের জন্য ভাত সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। কী দিয়ে ভাত খাচ্ছেন, সেটাও গুরুত্বপূর্ণ। চর্বিযুক্ত খাবারের সঙ্গে ভাতের জুটি মেদ হওয়ার জন্য যথেষ্ট।

সাদা ভাতের তুলনায় ব্রাউন রাইস নিরাপদ। কারণ, এতে ফাইবারের পরিমাণ বেশি। এর সঙ্গে যদি প্রোটিন এবং প্রয়োজনীয় কিছু নিউট্রিয়েন্ট যোগ করা হয়, তাহলে ওজন বেড়ে যাওয়ার ভয় থাকে না। অন্ত্র ভালো থাকে। একইসঙ্গে মেটাবলিক হেলথ- উন্নত হয়। তাই পুষ্টিবিদরা সবসময় ব্যালান্সড ডায়েটের ওপর জোর দেন।

সূত্র : এই সময়

 

এনএম/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত