চট্টগ্রাম

চট্টগ্রামে গুজব ছড়িয়ে ইপিজেড এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা

গত দুই দিন ধরে দেশ এবং রাষ্ট্র বিরোধী কিছু দুর্বৃত্ত চক্র বিভিন্ন ধরনের মিথ্যা প্রচারনার মাধ্যমে শিল্পখাতকে অস্থিতিশীল করার পায়তারা করছে। এরই ধারাবাহিকতায় ওই দুর্বৃত্ত চক্র গত ইং ২২/০১/২৫ তারিখে চট্টগ্রাম ইপিজেডস্থ শেলটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নির্মাণাধীন বিল্ডিং এর গেইটের ভিতরে ০৩ জন শিশু প্রবেশ করলে ওই শিশুগুলোকে মেরে ফেলা হয়েছে বলে গুজব ছড়িয়ে দেয়। উক্ত গুজব ফ্যাক্টরির শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে শ্রমিকেরা বিক্ষুদ্ধ হয়ে উঠে। যার ফলে গত ইং ২৩/০১/২৫ তারিখ অনুমান ১৭.২০ ঘটিকায় ও পরবর্তীতে একই তারিখ রাত অনুমান ২০.০০ ঘটিকায় চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন বিভিন্ন ফ্যাক্টরির ২০০/২৫০ জন শ্রমিক উক্ত শেলটেক ইঞ্জিনিয়ারিং নির্মাণাধীন বিল্ডিং-এ প্রবেশ করে কনস্ট্রাকশন শ্রমিকদের ঘর ও বিভিন্ন অফিস ভাঙচুরসহ সেখানে থাকা দুটো মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় । সংবাদ পেয়ে পুলিশ ও বিভিন্ন বাহিনীর যৌথ ভূমিকায় অনুমান রাত ২২.০০ ঘটিকায় বিক্ষুদ্ধ শ্রমিকদেরকে ছত্রভঙ্গ সেখান থেকে সরিয়ে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ইপিজেড এর পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্বাভাবিক আছে। উল্লেখ্য যে, যে তিন জন শিশুকে মেরে ফেলা হয়েছে বলে গুজব ছড়ানো হয়েছিল সেই তিনজন শিশুকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় পুলিশ উদ্ধার করেছে। বর্তমানে তারা পুলিশের তত্ত্বাবধানে নিজ নিজ অভিভাবকের জিম্মায় আছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের স্পষ্ট বার্তা হচ্ছে কোন রকম মিথ্যা প্রচারণা ও গুজবে কান দেবেন না, রাষ্ট্রের ক্ষতি করবেন না, রাষ্ট্রের ক্ষতি মানে আমাদের সকলের ক্ষতি। ইপিজেড আমাদের সকলের সম্পদ। সুতরাং গুজবে কান দিয়ে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবেন না। দেশ এবং রাষ্ট্র বিরোধী কিছু দুর্বৃত্ত চক্র যারা বিভিন্ন ধরনের মিথ্যা প্রচারনার মাধ্যমে শিল্পখাতকে অস্থিতিশীল করার পায়তারা করছে, আসুন আমরা সকলে মিলে তাদেরকে প্রতিহত করি। আমরা সকলে সুখে শান্তিতে বসবাস করি এবং রাষ্ট্র পুনর্গঠনে ব্রতী হই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button