চট্টগ্রাম

ক্লিন সিটি গড়তে চসিককে ২৫০০ ওয়েস্ট বিন দিল এনআরবি ব্যাংক

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এনআরবি ব্যাংক চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে (চসিক) ক্লিন সিটি গড়তে আড়াই হাজার ওয়েস্ট বিন উপহার দিয়েছে।

রোববার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চসিক মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর নিকট ওয়েস্ট বিনগুলো হস্তান্তর করেন এনআরবি ব্যাংকের তারেক রিয়াজ খান, আনোয়ার উদ্দিন, রানা দে, নাজিম উদ্দিন, মো. আতিক প্রমুখ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওয়েস্ট বিন গ্রহণের সময় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “আমার নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো এই শহরকে ক্লিন সিটি, গ্রীন সিটি এবং হেলদি সিটির আওতায় আনা। নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত করতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। চট্টগ্রামের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থান, মার্কেট ও জনবহুল এলাকায় আমরা বর্জ্য সংগ্রহের জন্য প্লাস্টিকের বিন স্থাপন করছি। এনআরবি ব্যাংকের এই অবদান আমাদের পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।”

তিনি আরও বলেন, নগরবাসী যদি যথাযথভাবে এই বিনগুলো ব্যবহার করেন এবং সঠিকভাবে বর্জ্য ফেলেন, তাহলে চট্টগ্রামকে পরিচ্ছন্ন শহরে রূপান্তর করা সম্ভব হবে। তাই নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button