রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইল এর চতুর্থ অভিষেক অনুষ্ঠিত
রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইল এর চতুর্থ অভিষেক অনুষ্ঠান ৩১ ডিসেম্বর রাতে নগরীর আগ্রাবাদে একটি অভিজাত রেস্টুরেন্ট অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য জাহিদুল করিম কচি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইল এর প্রেসিডেন্ট শাহাদাৎ হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিবির সাবেক প্রধান প্রকৌশলী ও রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইল এর উপদেষ্টা রোটারিয়ান পিপি ইঞ্জিনিয়ার মোঃ মতিউর রহমান, কর কমিশনার (আপীল) পিপি সামিনা ইসলাম, পিপি রুহেলা খান চৌধুরী, রোটারি রিপসা টিমের কো কোর্ডিনেটর পিপি আফতাব উদ্দিন সিদ্দিকী।
ক্লাবের সদ্য বিদায়ী সভাপতি নুসরাত জাহান কলি ক্লাবের ২০২৪-২০২৫ রোটারি বর্ষের সভাপতি শাহাদাৎ হোসেন চৌধুরীর কাছে প্রেসিডেন্সিয়াল কলার হস্তান্তর করেন। শাহাদাৎ হোসেন চৌধুরী তার নতুন বোর্ড মেম্বারদের আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন একাত্তর টিভির চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী, ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ আলাউদ্দিন, বিলকিছ আক্তার, অভিষেক উদযাপন কমিটির চেয়ারম্যান রোটারিয়ান মোহাম্মদ শাহাবুদ্দিন, রোটারি ক্লাব অব চট্টগ্রাম ইম্মেরিয়ালের চার্টার প্রেসিডেন্ট মোহাম্মদ নজরুল ইসলাম নান্টু।
ক্লাবে চার জন নতুন সদস্যকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয় রোটা জিএম ইকরামুল হক, রোটা শাখাওয়াত হোসেন শামিম,রোটা মোহাম্মদ আশরাফ উদ্দিন সিদ্দিকী এবং রোটা কায়সার বিন কাশেম, এছাড়া একজন সংগ্রামী পিতা মোহাম্মদ ইলিয়াছকে `হিরো বাবা’ হিসেবে ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে ক্লাবের চার্টার প্রেসিডেন্ট মোহাম্মদ আলমগীর, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট নুসরাত জাহান কলির বিবাহ বার্ষিকী এবং ক্লাবের ডিরেক্টর (মেম্বারশিপ) মোহাম্মদ মোহাম্মদ শাহাবুদ্দিন জন্মদিন উদযাপন করা হয়।
এ সময় রোটরির বিভিন্ন ডিস্ট্রিক্ট লিডার, বিভিন্ন রোটারি ক্লাবের প্রেসিডেন্ট ও অন্যান্য রোটারিয়ান উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে যাদু প্রদর্শন করেন রাজীব বসাক। গান পরিবেশন করেন সংগীত শিল্পী সৈকত এবং বৃষ্টি।