সিএমপি’র চান্দগাঁও থানার অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতাকে গুলিকরে হত্যাকারী অস্ত্রধারী ক্যাডার গ্রেফতার

অফিসার ইনচার্জ চান্দগাঁও থানা জনাব মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই/নুরুল হাকিম, এসআই/জায়েদ আব্দুল্লাহ বিন ছরওয়ার, এসআই/মোঃ ফয়সাল, এএসআই/মমতাজ আলম ও সঙ্গীয় ফোর্স সহ ইং ২০/০১/২০২৫ তারিখ ১৫:১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল বেপারীপাড়া শ্যামলী আবাসিক এলাকা হইতে চান্দগাঁও থানার মামলা নং-১৫, তারিখ-১৯/০৮/২০২৪ খ্রি;, ধারা-১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩০২/৩৪ পেনাল কোড মামলার আসামী ১। ঋভু মজুমদার (২৭) (ছাত্রলীগ ক্যাডার অস্ত্রধারী), পিতা-মৃত বামেন্দ্র মজুমদার, মাতা-দুলালী মজুমদার, সাং-সাধুরপাড়া দুলন মিস্ত্রির বাড়ী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ জামাল (৪০) (যুবলীগ ক্যাডার অস্ত্রধারী), পিতা-সিরাজ মাঝি, সাং-পশ্চিমা ইলিশা, থানা-ভোলা সদর, জেলা-ভোলা, বর্তমান-বেপারীপাড়া, জাহাঙ্গীরের বাড়ী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রামদ্বয়কে গ্রেফতার করা হয়। একাধিক স্থিরচিত্র ও ভিডিও ফুটেজে দেখা যায় আসামীদ্বয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর গুলি করিয়া হত্যায় সক্রিয় ভূমিকা পালন করে।