চট্টগ্রাম

সুবর্ণচরে লর্ড লিওনার্ড চেশায়ার উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান


হাবিবুর রহমান রনি,
সুবর্ণচর উপজেলা প্রতিনিধি :

নোয়াখালীর দক্ষিণ অঞ্চলের স্বনামধন্য মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান লর্ড লিওনার্ড চেশায়ার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে শুরু হয়ে দিনব্যাপী সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের বাংলা বাজার সংলগ্ন স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মো. আবুল কাশেমের সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক বিকাশ কান্তি দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি আলহাজ্ব বশির আহমেদ। এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন , চরক্লার্ক ইউনিয়ন যুবদলের সভাপতি আলমগীর হোসেন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন,সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক মো. আবু তাহের
বিশিষ্ট সমাজসেবক ও দলিল লেখক আনোয়ার হোসেন, স্কুলের অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ ফরিদ, ইতালি প্রবাসী ও বিএনপি নেতা বাহার উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিদ্যালয়ের অধ্যায়নরত শিক্ষার্থীদের জন্য ৩২ টি ইভেন্ট ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য আলাদা ২ টি ইভেন্ট আয়োজন করা হয়। পাশাপাশি অভিভাবকের জন্য বালিশ নিক্ষেপ, প্রাক্তন শিক্ষার্থীদের জন্য হাড়িভাঙ্গা ও স্লো হোন্ডা রেসিং প্রতিযোগিতা এবং বাজার ব্যবসায়ী সহ স্কুল শিক্ষকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আলোচনার সময় স্কুলের সভাপতি বক্তব্য বলেন, “এবার এসএসসি পরীক্ষায় যারা জিপিএ গোল্ডেন পাবেন তাদের প্রত্যেককে ৭ হাজার করে পুরস্কার দেয়া হবে।” বিশিষ্ট সমাজসেবক ও দলিল লেখক বলেন, “শিক্ষার্থীরা যদি পরীক্ষায় ভালো ফলাফল করে শিক্ষকদেরকেও পুরস্কৃত করা হবে।” এ সময় লর্ড লিওনার্ড চেশায়ার উচ্চ বিদ্যালয়ের দু’জন প্রয়াত শিক্ষককের (আব্দুল কাইয়ুম ও মাওলানা নুরুল্লাহ) স্মৃতিচারণ করা হয়। অনুষ্ঠানের মাঝে তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

অনুষ্ঠান শেষে বিভিন্ন খেলা ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী প্রতিযোগীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার সামগ্রী তুলে দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button