চট্টগ্রাম

চট্টগ্রামের বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সন্ত্রাসবিরোধী আইনে ২৮ জন আসামী গ্রেফতার

গতকাল ০১/০২/২০২৫ তারিখ দুপুর ১.০০ টা হতে আজ ০২/০২/২০২৫ তারিখের দুপুর ১.০০ ঘটিকা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সিএমপি’র বিভিন্ন থানা পুলিশের অভিযানে কোতোয়ালী থানার আসামী কর্ণফুলী থানার শিকলবাহা ইউপি যুবলীগের সক্রিয় কর্মী ১। মোঃ মামুন (৩৭), পাঁচালাইশ থানা আসামী ২। মোঃ আবুল কালাম আজাদ (৩৩), ৩। মোঃ শামীম (২৪),  ৪। মোঃ হাসান (২৫), নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ৫। মোঃ এনামুল হক @ সাগর, ৬।  ছোটন নাথ (৩২), বায়েজিদ বোস্তামী থানার আসামী ৭। মোঃ ইমরান হোসেন (৪০), ৮। শাহ জালাল ফিরোজ (৩৪), ৯। আব্দুল মোনাফ(৩৫), কর্ণফুলী থানার আসামী কর্নফুলী থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ১০। আলমগীর বাদশা (৪২), সদরঘাট থানার আসামী ১১। মোঃ রিপন মিয়া (৪১), ১২। মোঃ সাজ্জাদ হোসেন (২৫),  পাহাড়তলী থানার থানার আসামী ১৩। মোহাম্মদ কুরবান আলী হোসেন হৃদয় (২০), পাহাড়তলী থানা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ১৪। মোঃ রায়হান (২২), আকবরশাহ থানার আসামী ১৫। মোঃ জিসান (২৪), ১৬। মোঃ হানিফ সুমন প্রঃ লম্বা সুমন(৪২), চান্দগাঁও থানার আসামী ১৭। মোঃ মনির (৩৭), বাকলিয়া থানার আসামী ১৮। খোরশেদ আলম (৫০), বাকলিয়া থানার শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক ১৯। সোহেল আহম্মদ সেলু (৪০), আনোয়ারা সরকারী কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ২০। মোঃ মাছুদ (২৫), ২১। আবুল মোকারম সাকিব (২৭), ইপিজেড থানার আসামী ২২। মোঃ কাঞ্চন মোল্লা (৪৫), ২৩। হাসান আলী (৪২), বন্দর থানার আসামী বন্দর থানা ছাত্রলীগ আন্তজার্তিক বিষয়ক সম্পাদক ২৪। মোঃ সালাহউদ্দিন অনিক(২৫), পতেঙ্গা মডেল থানার আসামী ২৫। মোঃ তসলিম (৩৮), খুলশী থানার আসামী ছাত্র সংসদ এর সাধারন সম্পাদক ২৬। মোঃ মাকসুদুর রহমান (৩৪), ২৭। সিফাতুল ইসলাম (জিহান) (১৮) ও  ২৮। ইকবাল হোসেন (৩৫) সহ সর্বমোট ২৮ (আটাশ) জনকে গ্রেফতার করা হয়।  উল্লেখ্য যে, উপরোক্ত আসামীদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা সহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসী বিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button