চট্টগ্রাম

চট্টগ্রামে বায়েজিদে উচ্ছেদ অভিযানে জরিমানা

চসিকের ভ্রাম্যমান আদালত
ফুটপাত দখল করে ব্যবসা কারার অপরাধে
৬ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা মঙ্গলবার নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন টেক্সটাইল গেইট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে টেক্সটাইল গেইটস্থ সিটি কর্পোরেশন মার্কেটের দোকান থেকে অবৈধ দখল উচ্ছেদপূর্বক বরাদ্দ প্রাপ্ত প্রকৃত গ্রহীতার নিকট বুঝিয়ে দেন। এবং অবৈধভাবে নালা দখল করে শেড বানিয়ে পানির পাম্প বসিয়ে রাস্তায় গাড়ী ওয়াশ করায় ও ফুটপাতে বাশঁ বিক্রি করা এবং রিক্সার গ্যারেজ দিয়ে জনদূর্ভোগ সৃষ্টি করায় উক্ত দোকান ও স্থাপনা উচ্ছেদ করেন এবং ৩ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।অপর এক অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে আগ্রাবাদ হোটেল পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বের ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। এই সময় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করার দায়ে ৩ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটদ্বয়কে সহায়তা প্রদান করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button