চট্টগ্রাম

বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এডভোকেট আলিফের খুনীদের শাস্তি দাবি

চট্টগ্রাম, ২৬ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্য ও সহকারী এপিপি এডভোকেট শহীদ সাইফুল ইসলাম আলিফের শাহাদাতের একমাস পূর্ণতা উপলক্ষে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদে জোহর কোর্টহিল জামে মসজিদে এই দোয়া মাহফিল সম্পন্ন হয়।

লইয়ার্স কাউন্সিলের চট্টগ্রাম জেলা শাখার সেক্রেটারি এডভোকেট শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ। এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সেক্রেটারি এডভোকেট হাছান আলী চৌধুরী, এডভোকেট আবুল মোজাফফর, এডভোকেট আরিফুর রহমানম এডভোকেট মোহাম্মদ জুবায়ের প্রমুখ। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন চামড়া গুদাম জামে মসজিদের খতিব মাওলানা আজগর হাছান।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে অবিলম্বে আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফের খুনীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button