‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে নোয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১ নভেম্বর) সকালে যুব দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা ও যুব উন্নয়ন অধিদপ্তর,নোয়াখালীর হলরুমে আলোচনা সভা,প্রশিক্ষণের সনদপত্র,ভাতা ও যুব ঋনের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর, নোয়াখালী’র উপপরিচালক মো. ইসহাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ইসমাইল, অতিরিক্ত পুলিশ সুপার মোর্তাহিন বিল্লাহ ও উপজেলা নির্বাহী অফিসার আখিনুর জাহান নীলা। অনুষ্ঠানটিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদুর রহমান সহ জেলার বিভিন্ন স্তরের যুব সংগঠনের সদস্য ও নেতৃবৃন্দ।
এসময় আমন্ত্রিত অতিথি জেলার শ্রেষ্ঠ যুব সংগঠকদের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেন। এদিকে দক্ষ সংগঠক হিসেবে পুরুষ্কার পেয়েছেন সদর উপজেলার অন্যতম সংগঠন ‘বাঁধেরহাট যুব কল্যাণ সংস্থা’র সভাপতি মাহবুবুর রহমান সোহাগ ও সহযোগিতা যুব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক রোকেয়া বেগম হ্যাপী।