চট্টগ্রাম

রাষ্ট্রীয় পাটকল আমিন জুট মিলস পরিদর্শনে সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন


শুক্রবার চট্টগ্রামের ষোলশহরে অবস্থিত রাষ্ট্রীয় পাটকল আমিন জুট মিলসের বন্ধ কারখানা পরিদর্শন করেছেন সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন। এ সময় আমিন জুট মিলসের প্রকল্প প্রধান এ এইচ এম কামরুল হাসান, নিরাপত্তা বিভাগীয় প্রধান আবদুল্লা আল মামুন ভূঁইয়া এবং শ্রম বিভাগীয় প্রধান মীর্জা কাইয়ুম মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
মিল পরিদর্শনে মেয়র ডাঃ শাহাদাত হোসেন জানান, আমিন জুট মিলস লিমিটেড চট্টগ্রাম জেলায় অবস্থিত একটি ভারী শিল্প প্রতিষ্ঠান। এটি রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পাটকল কর্পোরেশনের অধীনে ২৬টি মিলের মধ্যে চট্টগ্রাম অঞ্চলের ১০টি প্রতিষ্ঠানের অন্যতম প্রধান পাটকল। তিনি আরো বলেন, আমিন জুট মিলস পুনরায় চালু করা হলে পলিথিনের বিকল্প হিসেবে ব্যাগ তৈরি করা সম্ভব হবে, যা পরিবেশবান্ধব ও অপচনশীল পলিথিনের ব্যবহার কমাতে সহায়ক হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন জিয়াউর রহমান জিয়া ,ফখরুল ইসলাম শাহীন, আকবর হোসেন মানিক, মোঃ আবদুল আউয়াল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button