নৌ-পথে শ্রমিক হত্যার প্রতিবাদে কর্মবিরতির ২য় দিনে বিক্ষোভ মিছিল
অনতিবিলম্বে সঠিক তদন্ত করে খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক : এম নুরুল হুদা চৌধুরী
কর্মবিরতির দ্বিতীয় দিন আজ ২৮ ডিসেম্বর শনিবার বিকাল ৪টায় কর্ণফুলী নদীতে কয়েকটি পল্টন-বাস সংযুক্ত মাঠে সারা দেশের নৌ-পথের শ্রমিকদের অবিরাম কর্মবিরতি পালনের কর্মসূচির ধারাবাহিকতায় বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন, রেজি: নং: বি ২১৪৩ চট্টগ্রাম বিভাগীয় কমিটি, বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন, রেজি: নং বি- ২১৪৮ চট্টগ্রাম জেলা শাখা, চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়ন, রেজি: নং চট্ট:২০৯০, বাংলাদেশ কার্গো ট্রলার ভাল্কহেড শ্রমিক ইউনিয়ন, রেজি: নং-২১১২ এর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে, ২৩ ডিসেম্বর ২০২৪ ইং, চাঁদপুরের মেঘনা নদীর হাইমচর উপজেলার ঈশানবালা খালের মুখে মাঝেরচরে এম.ভি আল বাখেরা জাহাজের ৭ জন শ্রমিক হত্যার বিচার, প্রকৃত ঘটনা উদঘাটন ও নিহত শ্রমিকদের জীবনের আয় সমপরিমাণ ক্ষতিপূরণ বা জনপ্রতি ২৫ লক্ষ টাকা করে তাদের পরিবারের কাছে প্রদান, আহত শ্রমিকের সু-চিকিৎসা, নৌ-পথে শ্রমিক হত্যা, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজী বন্ধের দাবীতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয় ২৬ ডিসেম্বর ২০২৪ ইং রাত ১২.০১ মিনিট হতে।
কর্মবিরতির দ্বিতীয় দিনে বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি এম. নুরুল হুদা চৌধুরী। তিনি বলেন, আমরা ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং সঙ্গে অন্য কারা ঘটনার সাথে জড়িত ছিল তার সঠিক তদন্ত দাবি করছি। এছাড়া সারাদেশে ১০ হাজার পণ্যবাহী নৌ-যান ও লক্ষাধিক শ্রমিকের নিরাপত্তা দাবি করছি। সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. আজগর হোসেন তালুকদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হেলাল মৃধা গ্রীজার, বাংলাদেশ নৌ যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুল হোসেন, কার্যকরি সভাপতি নুরুল আলম মাস্টার, সহ সভাপতি মো. ইদ্রিস, মো. জাবেদ সুখানী, সাংগঠনিক সম্পাদক জাফর সুখানী সম্পাদক মন্ডলীর সদস্য রাসিবুল ইসলাম রাসেল, মো. মুসা, নাজিম উদ্দিন, আমির হোসেন, মোশাররফ হোসেন, বাংলাদেশ কার্গো ট্রলার ভাল্কহেড শ্রমিক ইউনিয়ন বাকলিয়া থানার সভাপতি মো. ফেরদৌস, সাধারণ সম্পাদক মো. জামাল সুখানী, মো. পারভেজ সুখানী, সম্পাদক মন্ডলীর সদস্য যথাক্রমে- জয়নাল সুখানী, দানু মিয়া, নুর আলম সুখানী, মো. সুমন সুখানী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, নৌ-পথের শ্রমিকদের শোভন কর্মস্থল ও নিরাপত্তা বিধান করাসহ সকল শ্রমিকদের গেজেট অনুযায়ী নিয়মিত বেতন ও পাওনা পরিশোধের নিশ্চয়তা প্রদান করতে হবে। সারাদেশে নৌ-পথে শ্রমিকরা ঐক্যবদ্ধ এবং স্বতস্ফূর্তভাবে কর্মবিরতি পালন করে এই আন্দোলকে সফল করবে। নৌ-পথ নিরাপদ করতে সরকারকে কালক্ষেপন না করে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য উদাত্ত আহ্বান জানান। অন্যথায় সারা দেশে নৌ শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত থাকবে।