চট্টগ্রাম

আরেক মামলায় শ্যোন অ্যারেস্টনদভী ফের চারদিনের রিমান্ডে

চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে পৃথক দুই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া আরেকটি হত্যা মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পৃথক দুজন বিচারক এ আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মফিকুল হক ভূঁইয়া সিভয়েস২৪’কে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ সকালে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সাবেক সংসদ সদস্য নদভীকে আদালতে হাজির করা হয়। এইদিন চান্দগাঁও থানার পৃথক দুই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিন এবং ৫ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে দুইদিন করে মোট চারদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন।’
‘এছাড়া নগরের সদরঘাট থানার আরেকটি হত্যা মামলায় পুলিশের আবেদনের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।’ বলেন তিনি।
আদালত সূত্রে জানা গেছে, এদিন সকাল সাড়ে নয়টার দিকে কড়া নিরাপত্তায় চট্টগ্রাম জেলা কারাগার থেকে আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে আদালতে নিয়ে আসা হয়।
এর আগে, গত ২২ জানুয়ারি পুলিশের আবেদনের প্রেক্ষিতে লোহাগাড়া ও সাতকানিয়া থানার পৃথক দুই মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর নদভীর বিরুদ্ধে জেলার সাতকানিয়া, লোহাগাড়া ও নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর ঢাকায় গত ১৫ ডিসেম্বর গ্রেপ্তার হন তিনি।
২০১৪ ও ২০১৮ সালে চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হলেও স্বতন্ত্র প্রার্থীর কাছে তিনি হেরে যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button