ছাত্রদল কর্মীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মোস্তফা হাকিম কলেজ ও স্থানীয় নেতৃবৃন্দের বিক্ষোভ মিছিল

গতকাল ১৭ এপ্রিল সকালে আলহাজ্ব মোস্তফা হাকিম ডিগ্রি কলেজে এডহক কমিটির বৈঠককে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় ছাত্রদলকে দোষারোপ করে বৈষম্য বিরোধী সংগঠন ও ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করে ছাত্রদল কর্মী রায়াত সহ কয়েকজনকে আহত করে। রাতে উভয় পক্ষের ছাত্র প্রতিনিধি বসে সমাধান করার পরও আজ বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের বিক্ষোভ মিছিল ঘোষণা করায় মোস্তফা হাকিম কলেজ শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় নেতৃবৃন্দ বলেন, কলেজ এডহক কমিটির অভ্যন্তরীণ দ্বন্দ্বকে রাজনৈতিক ট্যাগ দিয়ে ছাত্রদলকে দোষারোপ করে বৈষম্য বিরোধী সংগঠন ও ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করে। ছাত্রদলের রায়াত সহ কয়েকজন আহত হয়। জুলাই বিপ্লবের পরও ফ্যাসিবাদী কায়দায় রাজনীতি করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম কলেজ ছাত্রদলের আহবায়ক সাজ্জাদুল হক, সদস্য সচিব শরিফ উদ্দিন ফরহাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল গণি সহ কলেজ শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন ছাত্র নেতৃবৃন্দ।
বার্তা প্রেরক
শরিফ উদ্দিন ফরহাদ
সদস্য সচিব, মোস্তফা হাকিম কলেজ ছাত্রদল।
মোবাইল ০১৫৮০৪৩১৩৩৭